ধুপগুড়ি, 26 মার্চ : ঝড়ের তাণ্ডবে ট্রাক থেকে পড়ে মৃত্যু হল এক ব্যক্তির। মৃতের নাম মামিডালা রবি (৫৫)। তিনি অন্ধ্রপ্রদেশের অগ্নিগাড়া এলাকার বাসিন্দা। পেশায় খালাসি মামিডালা ট্রাকেই ছিলেন। দমকা হাওয়াই তিনি ট্রাক থেকে পড়ে যান।
ধুপগুড়িতে ঝড়ের তাণ্ডবে মৃত 1, আহত 6
ধূপগুড়িতে ঝড়ের তাণ্ডবে মারা গেলেন 1 জন। আহত হয়েছেন আরও 6।
আজ সকালে ধুপগুড়ি ৩ নম্বর ব্রিজ এলাকায় একটি ট্রাক আলু বোঝাই করে দাঁড়িয়ে ছিল। হঠাৎ ঝড়-বৃষ্টি শুরু হলে আলুর প্যাকেট ঢাকতে ট্রাকের খালাসি মামিডালা ট্রাকে ওঠেন। সেইসময় দমকা হাওয়ায় ট্রাকের উপর থেকে আচমকাই পড়ে গেলে ঘটনাস্থানেই মারা যান তিনি। ট্রাকচালক এন বি মাল্লি বলেন, "ধুপগুড়ি থেকে আলু বোঝাই করে বিহারের পাটনা যাওয়ার সময় মাঝরাসেতায় গাড়িটি দাঁড় করানো হয়েছিল। সেইসময় ঝড় বৃষ্টি শুরু হলে আলুকে ক্ষতির হাত থেকে বাঁচাতে মামিডালা ট্রাকে উঠলে এই দুর্ঘটনা ঘটে।"
পুলিশ সূত্রে জানা গেছে, মৃতদেহ ময়নাতদন্তের জন্য জলপাইগুড়ি সদর হাসপাতালে পাঠানো হয়েছে। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।
অন্যদিকে, ঝড়-বৃষ্টির দাপটে ধুপগুড়ি ব্লকে গাছ পড়ে ও টিন উড়ে এসে আহত হন ছয় জন। আহতদের ধুপগুড়ি হাসপাতালে প্রাথমিক চিকিৎসার পর ছেড়ে দেওয়া হয়। আজ সকালে গাছ ভেঙে পড়ে সন্ধ্যারানি সেন নামে এক মহিলার ঘাড়ে। তিনি গুরুতর আহত হন। ধুপগুড়ি শান্তি সংঘ পার্শ্ববর্তী এলাকায় সুপারি গাছের আঘাতে আহত হন সন্তোষ সাহা নামে আরও এক ব্যক্তি। উড়ে আসা টিনের আঘাতে আহত হন ধুপগুড়ির পূর্ব পাড়া এলাকার বাসিন্দা খগেন ও বিমল সরকার।