পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

বেলুড় স্টেশনে যুবতিকে ছুরির কোপ ! - বেলুড় স্টেশন

প্রকাশ্য দিবালকে যুবতিকে ধারালো অস্ত্রের কোপ । গ্রেপ্তার এক যুবক ।

প্রতীকি ছবি

By

Published : Aug 19, 2019, 10:17 PM IST

বেলুড়, 19 অগাস্ট : স্টেশনের মধ্যে যুবতিকে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করার অভিযোগে এক যুবককে গ্রেপ্তার করল GRP । আজ সকাল সাড়ে আটটা নাগাদ বেলুড় স্টেশনে ঘটনাটি ঘটে । ঘটনায় যুবতিকে বাঁচাতে গিয়ে আহত হয়েছেন আরও দু'জন ।

অভিযোগ, আজ সকালে বেলুড় 2 নম্বর প্ল্যাটফর্মে এক যুবতিকে ছুরি দিয়ে এলোপাথাড়ি আঘাত করতে থাকে এক যুবক । অন্য দুই যুবক, ওই যুবতিকে বাঁচাতে গেলে তাঁদের কেও আঘাত করা হয় ।

আক্রান্ত যুবতি জানান, সকালে টিকিট কেটে প্ল্যাটফর্মে যাওয়ার সময় এক যুবক তার পোশাক ধরে রাখে । এরপর সে পকেট থেকে ছুরি বের করে তাঁকে আঘাত করতে শুরু করে । কয়েকজন সাহায্যের জন্য এগিয়ে আসে । তাঁদেরও আঘাত করা হয় । যুবতির দাবি, হামলাকারীকে তিনি চেনেন না । কেন তাঁর উপর হামলা হল তাও জানেন না ।

পরে অবশ্য ওই যুবককে গ্রেপ্তার করেছে রেল পুলিশ । তবে, তদন্তের স্বার্থে যুবক ও যুবতির নাম-পরিচয় জানাতে চায়নি ।

ABOUT THE AUTHOR

...view details