পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

সাঁকরাইলে লকডাউনে দুধ কিনতে বেরিয়ে পুলিশের লাঠিতে মৃত যুবক ?

হাওড়ার সাঁকরাইলে লকডাউন চলাকালীন মৃত্যু যুবকের ৷ এলাকার বাসিন্দাদের অভিযোগ, পুলিশের লাঠির আঘাতে মৃত্যু হয় ওই যুবকের ৷ কিন্তু মেডিকেল রিপোর্টে উল্লেখ, ওই যুবকের ডায়ারিয়া হয়েছিল ৷ তিনি হৃদরোগেও আক্রান্ত ছিলেন ৷

ছবি
ছবি

By

Published : Mar 26, 2020, 10:02 AM IST

Updated : Mar 26, 2020, 10:13 AM IST

সাঁকরাইল, 26 মার্চ : লকডাউন চলাকালীন যুবকের মৃত্যু ৷ মৃতের নাম লাল স্বামী (32) ৷ তাঁর বাড়ি সাঁকরাইলের বানিপুর এলাকায় ৷ সেখানেই গতকাল মারা যান তিনি ৷ স্থানীয় বাসিন্দাদের দাবি, পুলিশের লাঠিচার্জের কারণে মৃত্যু হয়েছে লাল স্বামীর ৷ যদিও মেডিকেল রিপোর্টে পুলিশের লাঠির ঘায়ে মৃত্যুর কথার উল্লেখ নেই ৷

মৃতের পরিবারের তরফে জানা গেছে, গতকাল সন্ধে নাগাদ দুধ কিনতে বাড়ি থেকে বেরিয়েছিলেন লাল স্বামী ৷ পথে পুলিশ তাঁকে মারধর করে ৷ আক্রান্ত হয়ে তিনি বাড়ি ফেরেন ৷ অসুস্থ অবস্থায় তাঁকে স্থানীয় হাজি S T মল্লিক হাসপাতালে নিয়ে যাওয়া হয় ৷ সেখানে চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন ৷

লাল স্বামীর মেডিকেল রিপোর্ট

স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, বাড়ি থেকে বেরোনের পর পুলিশের লাঠির ঘায়ে আক্রান্ত হন লাল স্বামী ৷ সেকারণেই তিনি অসুস্থ হয়ে পড়েন ৷ তার জেরে মৃত্যু হয় ৷

লাল স্বামীর মৃত্যুর পর হাসপাতালের তরফে দেওয়া হয় মেডিকেল রিপোর্ট ৷ সেখানে যদিও স্থানীয়দের অভিযোগকে মান্যতা দেওয়া হয়নি ৷ পুলিশের লাঠির আঘাত মৃত্যুর কারণ, এমন কিছু সেই রিপোর্টে নেই ৷ সেখানে উল্লেখ, লাল স্বামী ডায়ারিয়ার ভুগছিলেন ৷ তাঁর হৃদরোগও ছিল ৷ তবে এই রিপোর্ট মানতে নারাজ স্থানীয়রা ৷

হাওড়া পুলিশের DC সাউথ রাজ মুখোপাধ্যায়ের দাবি, ওই যুবকের মৃত্যুর জন্য পুলিশ দায়ি নয় ৷ হৃদরোগেই মারা যান তিনি ৷

Last Updated : Mar 26, 2020, 10:13 AM IST

ABOUT THE AUTHOR

...view details