পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

মজুরি বৃদ্ধির দাবিতে হাওড়া পৌরনিগমের সাফাই কর্মীদের বিক্ষোভ

মজুরি বৃদ্ধিসহ একাধিক দাবিতে হাওড়া পৌরনিগম ঘেরাও করল সাফাইকর্মীরা ৷ সাফাইকর্মীদের আন্দোলনে সামিল হয় 100 দিনের কর্মীরাও ৷ তাদের দাবি মজুরি বাড়িয়ে ESI, EPF এর মত সরকারি পরিষেবা দিতে হবে ।

হাওড়া পৌরনিগম

By

Published : Jul 30, 2019, 11:04 PM IST

হাওড়া, 30 জুলাই : ফের আন্দোলনে হাওড়া পৌরনিগমের অস্থায়ী সাফাই কর্মীরা । দৈনিক ৫০০ টাকা মজুরিসহ একগুচ্ছ দাবি নিয়ে আজ পৌরনিগম ঘেরাও করে তারা । আন্দোলনকারীদের অভিযোগ, দীর্ঘ ১৫ বছরের কর্মজীবনের পরও তাদের মজুরি বাড়েনি । দৈনিক ২৫৩ টাকায় কাজ করতে হয় তাদের । এই টাকায় সংসার চালানো মোটেও সহজ নয় । দিনের পর দিন তাদের বঞ্চনা করা হচ্ছে ৷

সবেতন ছুটি, কাজের স্থায়ীকরণসহ একাধিক দাবি তোলা হয় আজকের ঘেরাও অভিযান থেকে ৷ একাংশের অভিযোগ, দীর্ঘদিন আবর্জনা পরিষ্কার করলেও তাদের পরিচয়পত্র দেওয়া হয়নি ৷ ফলে কর্মক্ষেত্রে কখনও সখনও অসুবিধেয় পড়তে হয় ৷ এমন কী তাদের স্বাস্থ্য সুরক্ষার সরঞ্জামও দেওয়া হয় না ৷ এক সাফাইকর্মী বলেন, "আমাদের দাবি পৌরনিগম কর্তৃপক্ষকে জানিয়েছি । দাবি না মানলে বৃহত্তর আন্দোলন করব । কাজ থেকে বিরত থাকব ।"

এদিকে সাফাই কর্মীদের আন্দোলনে যোগ দিয়েছেন 100 দিনের কর্মীরাও । তাদের অভিযোগ, কলকাতা পৌর নিগমের 100 দিনের কাজের কর্মীরা দৈনিক 147 টাকা মজুরি পায় । কিন্তু হাওড়া পৌর নিগম দৈনিক ১০০ টাকা মজুরি দেয় । অবিলম্বে সেই মজুরি বাড়াতে হবে । সেই সঙ্গে তাঁদের দাবি ESI, EPF এর মত সরকারি পরিষেবাও দিতে হবে হবে ।

ABOUT THE AUTHOR

...view details