রামরাজাতলা, 21 জুন : বিবাহ বহির্ভূত সম্পর্কের জেরে ছেলেকে খুনের চক্রান্ত । আর সেই চক্রান্তে যোগ দেয় মহিলার প্রেমিক । চলন্ত ট্রেনের সামনে কিশোরকে ধাক্কা মেরে খুন করা হয় বলে অভিযোগ । গ্রেপ্তার করা হয় কিশোরের মা ও তার প্রেমিকে । মৃতের নাম শুভম রায় । ওই মহিলা ও তার প্রেমিকের নাম কাকলি রায় ও রঞ্জিত ভর ।
রামরাজাতলার চ্যাটার্জিহাট থানার মান্না ওয়ার এলাকার বাসিন্দা শুভম । সে ক্লাস এইটে পড়ত । গতকাল বাড়ি থেকে বাইরে বেরোয় শুভম । এরপর আর বাড়ি ফেরেনি । এই ঘটনার পর শুভমের পরিবারের তরফ থেকে থানায় একটি নিখোঁজ ডায়েরি করা হয় । আজ সকালে কলকাতার কাঁকুরগাছি স্টেশনের কাছে রেললাইনের ধার থেকে শুভমের দেহ উদ্ধার করে পুলিশ । তদন্তে নেমে পুলিশ রঞ্জিতের কথা জানতে পারে । এরপরই কাকলি ও রঞ্জিতকে আটক করে জিঞ্জাসাবাদ করে পুলিশ ।