পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

ব্যাগ নিয়ে দৌড় দুষ্কৃতীর, ধাওয়া করে ধরলেন যুবতি - হুগলি

বাসের জানালা থেকে ব্যাগ ছিনতাই করে পালাচ্ছিল দুষ্কৃতী ৷ ধাওয়া করে ধরলেন এক যুবতি ৷ হাওড়ার ঘটনা ৷

সঞ্চারী

By

Published : Sep 9, 2019, 10:23 AM IST

হাওড়া, 9 সেপ্টেম্বর : অনেকটা সিনেমার কাগদায় ছিনতাইকারীকে ধাওয়া করে ধরলেন এক যুবতি । বাসের জানালা থেকে ওই যুবতির ব্যাগ নিয়ে চম্পট দিয়েছিল দুষ্কৃতী । তাকে ধরে গোলাবাড়ি পুলিশের হাতে তুলে দিলেন যুবতি । হাওড়ার ঘটনা । অভিযুক্তকে জিঞ্জাসাবাদ করছে গোলাবাড়ি থানার পুলিশ ।

হুগলির নবগ্রামের বাসিন্দা সঞ্চারী ব্যানার্জি । গতকাল তিনি হাওড়া বাসস্ট্যান্ড থেকে বেহালা যাওয়ার জন্য বাস ধরেন । সেইসময় বাস থেকে তাঁর ব্যাগ নিয়ে দৌড় দেয় ওই দুষ্কৃতী । পাশের যাত্রীদের চিৎকারে বিষয়টি বুঝতে পেরে বাস থেকে লাফ মেরে সঞ্চারী দুষ্কৃতীকে ধাওয়া করে । তাকে ধরেও ফেলে ৷ তারইমধ্যে সঞ্চারীর ব্যাগটি ওই দুষ্কৃতী ছুড়ে কোথাও ফেলে দেয় ৷ দুষ্কৃতীকে ধরলেও ব্যাগটি পাননি সঞ্চারী ৷

তিনি বলেন, "হাওড়া থেকে বেহালা যাওয়ার জন্য বাসে উঠেছিলাম । বিস্কুট কেনার জন্য বাসের সিটের পাশে ব্যাগটা রেখেছিলাম । সেইসময় এক দুষ্কৃতী ব্যাগটি নিয়ে দৌড় দেয় । আমিও ওই দুষ্কৃতীকে ধরতে দৌড় লাগাই । তাকে ধরেও ফেলি । কিন্তু ওই দুষ্কৃতী ঘটনাটি বুঝতে পেরে ব্যাগটি অন্য এক দুষ্কৃতীকে দেওয়ার জন্য ফেলে দিয়ে দৌড় দেয় ।" তাঁর ব্যাগে দুটি দামি ফোন ও দশ হাজার টাকা ছিল বলে সঞ্চারী জানিয়েছেন ৷

অভিযুক্তকে আটক করে জিজ্ঞাসাবাদ করছে গোলাবাড়ি থানার পুলিশ । তার সঙ্গে আরও কেউ জড়িত রয়েছে কি না, তা খতিয়ে দেখছে ৷

ABOUT THE AUTHOR

...view details