হাওড়া, 24 নভেম্বর:হাওড়াতে দুষ্প্রাপ্য সাদা চন্দন গাছ চুরির অভিযোগ উঠলো। চাঞ্চল্যকর ঘটনাটি ঘটে শিবপুর বোটানিক্যাল গার্ডেনে । ওই গার্ডেনে মর্নিং ওয়াকার্স অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে হাওড়া সিটি পুলিশ ও কেন্দ্রীয় সরকারের মন্ত্রী কাছে এই বিষয়ে লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে । যদিও অভিযোগ নিয়ে মুখ খোলেননি বি গার্ডেন কর্তৃপক্ষ (Sandal Tree Theft)।
ঘটনার সূত্রপাত আমফান ঝড়ের পরেই । প্রাতঃভ্রমণকারীদের অভিযোগ শিবপুর বোটানিক্যাল গার্ডেনের মধ্যে 1 নম্বর নার্সারীর মধ্যে 100 বছরের পুরনো একটি দুষ্প্রাপ্য সাদা চন্দন গাছ ছিল । আমফান ঘূর্ণিঝড়ের সময় ওই চন্দন গাছটি ক্ষতিগ্রস্থ হয় । গাছের উপরের অংশের ডাল ভেঙে যাওয়ার পর থেকেই গাছটি ক্রমাগত শুকিয়ে যেতে থাকে । আর এরপর কয়েক দিন ধরেই ওই গাছটিকে আর দেখতে পাওয়া যাচ্ছে না । গার্ডেনের প্রাতঃভ্রমণকারীদের অভিযোগ গার্ডেন কর্তৃপক্ষের মদতেই কোটি টাকা মূল্যের চন্দন গাছটিকে কেটে বিক্রি করে দেওয়া হয়েছে । শুধু তাই নয় গাছটি কাটার পর তাঁর শিকড় সমেত তুলে নেওয়া হয় এবং ওই জায়গায় সিমেন্ট দিয়ে বাঁধিয়ে দেওয়া হয় । তাদের অভিযোগ যদি আইনি পদ্ধতি মেনে গাছটিকে বিক্রির প্রক্রিয়া করা হয় তাহলে সেই সংক্রান্ত কোনও টেন্ডার কেন ডাকা হল না ।
পাশাপাশি তাঁদের আরও অভিযোগ এর আগে একটি দামি এবং দুষ্প্রাপ্য মেহগনি গাছ একই কায়দায় কেটে বিক্রি করে দেওয়া হয় । এই নিয়ে হাওড়া আদালতে এখনও মামলা চলছে । তাই ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত চেয়ে গার্ডেন কর্তৃপক্ষ, কেন্দ্রীয় বনমন্ত্রী, বোটানিকাল সার্ভে অফ ইন্ডিয়ার ডিরেক্টর এবং হাওড়া সিটি পুলিশে লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে । তাদের পক্ষ থেকে আরও বলা হয় এই ব্যাপারে তারা শীঘ্রই কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়ে সিবিআই তদন্তের দাবি করবেন ।