পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

বিজেপির পরিবর্তন যাত্রাকে অকল্যাণ যাত্রা বলে কটাক্ষ উদয়নারায়নপুরের বিধায়কের - West bengal assembly election

আজ পরিবর্তন যাত্রার দ্বিতীয় দিনে হাওড়ার উদয়নারায়ণপুর থেকে যাত্রা শুরু হয় । উদয়নারায়ণপুর বিধানসভার প্রায় 35 কিলোমিটার রাস্তা অতিক্রম করবে এই যাত্রা । এই পরিবর্তন যাত্রাকে কটাক্ষ করলেন উদয়নারায়ণপুরের বিধায়ক সমীর পাঁজা ।

উদয়নারায়ণপুরের বিধায়ক সমীর পাঁজা
উদয়নারায়ণপুরের বিধায়ক সমীর পাঁজা

By

Published : Feb 22, 2021, 4:23 PM IST

হাওড়া, 22 ফেব্রুয়ারি : বিজেপির পরিবর্তন যাত্রাকে অকল্যাণ যাত্রা বলে কটাক্ষ করলেন উদয়নারায়ণপুরের বিধায়ক সমীর পাঁজা । গতকালের পরে আজ গ্রামীণ হাওড়া বিজেপি উদয়নারায়ণপুরে পরিবর্তন যাত্রা কর্মসূচি পালন করছে । সেই পরিবর্তন যাত্রার প্রসঙ্গে তিনি বলেন, "এটা পরিবর্তন নয়, এটা অকল্যাণ যাত্রা ।"

তিনি আরও বলেন, "যে রাস্তা দিয়ে বিজেপির মিছিল যাবে, সেই রাস্তায় স্থানীয় ব্যবসায়ীরা দোকান-পাট বন্ধ রাখছেন । সাধারণ মানুষ বলছে বিজেপির মুখ দেখা মহাপাপ । তাই দীর্ঘ 35 কিলোমিটার রাস্তায় মানুষ নীরবে প্রতিবাদ করবে । " পাশাপাশি তিনি দাবি করেন, সাধারণ মানুষ তাদের পাশেই আছেন । উন্নয়নের পাশেই আছেন । তারা শান্তিতে থাকতে ভালোবাসেন । তাই 2009 সাল থেকে 2019 পর্যন্ত সব নির্বাচনে তাদের দলের জেতার মার্জিন বেড়েছে ।

আরও পড়ুন, ভীমা কোরেগাঁও মামলায় 3 বছর পর জামিন ভারভারা রাওকে

আজ পরিবর্তন যাত্রার দ্বিতীয় দিনে হাওড়ার উদয়নারায়ণপুর থেকে যাত্রা শুরু হয় । উদয়নারায়ণপুর বিধানসভার প্রায় 35 কিলোমিটার রাস্তা অতিক্রম করবে এই যাত্রা । এই বিধানসভার বিভিন্ন রাস্তা পরিক্রমা হাওড়ার পেঁরোতে শেষ হবে বলে বিজেপি সূত্রের খবর।

ABOUT THE AUTHOR

...view details