পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

CRPF আমাদের এখনও কিছু জানায়নি, বলছে বাবলুর পরিবার

পুলওয়ামায় জঙ্গি হামলায় শহিদ হয়েছেন ৪৫ জন জওয়ান। শহিদ জওয়ানদের তালিকায় নাম রয়েছে হাওড়ার বাবলু সাঁতরার।

crpf jawan

By

Published : Feb 15, 2019, 2:48 PM IST

হাওড়া, ১৫ ফেব্রুয়ারি : পুলওয়ামায় জঙ্গি হামলায় শহিদ হয়েছেন ৪৫ জন জওয়ান। শহিদ জওয়ানদের তালিকায় নাম রয়েছে হাওড়ার বাবলু সাঁতরার। ঘটনাস্থান থেকে পাওয়া গেছে তাঁর পরিচয়পত্র।

বাবলুর দিদি বলেন, "বাবলু খুব ভালো ভলি বল খেলতে পারত। বাবা মারা যাওয়ার পর সংসার চালানোর জন্য দিনে কাজ করে রাতে পড়াশোনা করত ও। নিজে নিজেই সেনাবাহিনীতে ভরতি হওয়ার পরীক্ষা দিয়েছিল। আমি বিশ্বাসই করতে পারছি না এরকম কিছু হতে পারে। CRPF-এর তরফে এখনও আমাদের কিছু জানানো হয়নি।"

বছর ৩৯ এর বাবলু ২০ বছর আগে সেনাতে যোগদান করেছিলেন। বাড়িতে মা, স্ত্রী আর ৬ বছরের কন্যাসন্তান রয়েছে। ঘটনার আগের দিনও বাড়িতে ফোন করেছিলেন। কিন্তু কাল থেকে আর কোনও ফোন আসেনি হাওড়ার বাড়িতে।

আজ দুপুরে মন্ত্রী অরূপ রায় বাবলুর পরিবারের সঙ্গে দেখা করেন। পরিবারের পাশে থাকার আশ্বাস দিয়েছেন তিনি।

For All Latest Updates

ABOUT THE AUTHOR

...view details