পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

লিলুয়ার উদ্ধার যুবতির ঝুলন্ত দেহ - suicide

লিলুয়ার চামরাইল রায় পাড়ার বাসিন্দা ছিলেন মিঠু ৷ আজ সকালে তাঁর মৃতদেহ ঝুলন্ত অবস্থায় দেখতে পান স্বামী কার্তিক রায় । মিঠুকে প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন ৷ ঘটনার তদন্ত শুরু করেছে দাসনগর থানার পুলিশ ৷

মিঠু রায়

By

Published : Aug 21, 2019, 2:23 PM IST

হাওড়া, 21 অগাস্ট: হাওড়ার চামরাইল এলাকার একটি বাড়ি থেকে উদ্ধার হল যুবতির ঝুলন্ত দেহ ৷ মৃতের নাম মিঠু রায় (28) ৷ অভিযোগের তির মিঠুর শ্বশুরবাড়ির বিরুদ্ধে ৷ মৃতের মায়ের অভিযোগ, মিঠুকে খুন করে ঝুলিয়ে দেওয়া হয়েছে ৷ মিঠুর স্বামী কার্তিক রায় ও শ্বশুরকে আটক করেছে দাসনগর থানার পুলিশ ৷

হাওড়ার লিলুয়ার চামরাইল রায় পাড়ার বাসিন্দা ছিলেন মিঠু ৷ আজ সকালে স্ত্রী ঝুলন্ত অবস্থায় দেখতে পান কার্তিক । মিঠুকে প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা সেখানে তাঁকে মৃত বলে ঘোষণা করেন ৷ ঘটনার তদন্ত শুরু করেছে দাসনগর থানার পুলিশ ৷

মিঠুর মা পুলিশকে জানান, তাঁর মেয়ে আত্মহত্যা করেনি ৷ মিঠুকে খুন করে ঝুলিয়ে দিয়েছে তাঁর স্বামী ও শ্বশুর । প্রায়ই মিঠুর উপর অত্যাচার চালাত শ্বশুরবাড়ির লোকজন । মানসিক ও শারীরিক নির্যাতন চলত । মিঠুর মায়ের অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করেছে হাওড়ার দাসনগর থানার পুলিশ । মৃতদেহটি ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে ।

ABOUT THE AUTHOR

...view details