পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

গঙ্গায় স্নান করতে নেমে তলিয়ে গেল দুই ভাই, চলছে তল্লাশি - drowned

আজ দুপুর আড়াইটে নাগাদ বি গার্ডেন ঘাটে স্নান করতে নামে নস্করপাড়ার বাসিন্দা নবীন সিং ও তার ভাই প্রবীণ সিং । অভিযোগ, পাশে ছিল ভেসেল । কিন্তু সাহায্য চাওয়া হলেও কোনও সাহায্য পাওয়া যায়নি ।

গঙ্গায় স্নান করতে নেমে তলিয়ে গেল দুই ভাই, চলছে তল্লাশি

By

Published : Jun 22, 2019, 11:37 PM IST

হাওড়া, 22 জুন : গঙ্গায় স্নান করতে নেমে তলিয়ে গেল দুই ভাই । আজ দুপুর আড়াইটে নাগাদ বি গার্ডেন ঘাটে স্নান করতে নামে নস্করপাড়ার বাসিন্দা নবীন সিং ও তার ভাই প্রবীণ সিং । জানা গেছে, তারা দু'জনেই সাঁতার জানত না । ডুবুরি নামিয়ে শুরু হয়েছে তল্লাশি ।

নবীন সিং

স্থানীয়দের অভিযোগ, পাশে ভেসেল ছিল । কিন্তু সাহায্য চাওয়া হলেও কোনও সাহায্য পাওয়া যায়নি ।

প্রবীণ সিং

স্থানীয় সূত্রে জানা গেছে, নবীন ও প্রবীন জৈন বিশ্ববিদ্যালয়ে দ্বাদশ ও দশম শ্রেণীর ছাত্র । দু'জনেই সাঁতার জানত না । তাঁদের সঙ্গে থাকা বন্ধুরাও সাঁতার জানত না । সেকারণে তারাও বাঁচাতে পারেনি ওদের । দাদা প্রথমে কোনওমতে উঠে এলেও ভাইকে তলিয়ে যেতে দেখে বাঁচাতে যায় সে । কিন্তু তারপর দু'জনেই তলিয়ে যায় ।

For All Latest Updates

ABOUT THE AUTHOR

...view details