পশ্চিমবঙ্গ

west bengal

By

Published : Dec 19, 2019, 8:37 PM IST

ETV Bharat / state

অনুপ্রবেশকারীদের ভয়েই তৃণমূলের বিরোধিতা, কটাক্ষ দিলীপ ঘোষের

মমতা বন্দ্যোপাধ্যায়কে কটাক্ষ করেন দিলীপ ৷ বলেন, "2021-র পর তাঁকে শুধু হাঁটাহাঁটি করতে হবে । তাই এখন থেকে মমতা হাঁটার অভ্যাস করছেন । BJP-কে মিছিলের জন্য বাইরে থেকে লোক আনতে হয় না ৷ বাংলার 2 কোটি 30 লাখ ভোটার আমাদের ভোট দিয়েছেন ৷ আমাদের 1 কোটি সদস্য রয়েছে ৷ উলটে দিদিমণি বাইরে থেকে লোক আনেন ৷ পুলিশ আর 100 দিনের কাজের লোক নিয়ে মিছিল করছেন ৷"

দিলীপ ঘোষ
দিলীপ ঘোষ

হাওড়া, 19 ডিসেম্বর : CAA, NRC - এর পাশাপাশি NPR-এরও বিরোধিতা করছে তৃণমূল কংগ্রেস ৷ অনুপ্রবেশকারীরা রাজ্য সরকারকে ভয় দেখিয়েছে বলেই এই বিরোধিতা বলে মনে করছেন BJP-র রাজ্য সভাপতি দিলীপ ঘোষ ৷ বলেন, "আমাদের কাছে ভিডিয়ো এসেছে ৷ তারা বলছে, এটা চলবে না ৷ বন্ধ করতে হবে ৷ ওদের চাপে পড়ে তৃণমূল এটা বন্ধ করেছে ৷" 6 ডিসেম্বর BJP-র হাওড়া গ্রামীণ জেলায় নতুন সভাপতি হিসেবে দায়িত্ব নিয়েছেন শিবশঙ্কর বেজ ৷ সূত্রের খবর, নতুন সভাপতির পাশাপাশি দলের কর্মীদের নিয়ে সাংগঠনিক আলোচনা করার জন্য আজ হাওড়ার ফুলেশ্বরে এসেছিলেন দিলীপ ঘোষ ৷

সাংগঠনিক আলোচনার পর সাংবাদিকদের মুখোমুখি হয়ে মমতা বন্দ্যোপাধ্যায়কে কটাক্ষ করেন দিলীপ ৷ বলেন, "2021-র পর তাঁকে শুধু হাঁটাহাঁটি করতে হবে । তাই এখন থেকে মমতা হাঁটার অভ্যাস করছেন । BJP-কে মিছিলের জন্য বাইরে থেকে লোক আনতে হয় না ৷ বাংলার 2 কোটি 30 লাখ ভোটার আমাদের ভোট দিয়েছেন ৷ আমাদের 1 কোটি সদস্য রয়েছে ৷ উলটে দিদিমণি বাইরে থেকে লোক আনেন ৷ পুলিশ আর 100 দিনের কাজের লোক নিয়ে মিছিল করছেন ৷"

অনুপ্রবেশকারীদের ভয়েই তৃণমূলের এই বিরোধিতা, মনে করছেন দিলীপ ঘোষ

BJP-র আন্দোলন সম্পর্কে দিলীপ বলেন, "BJP-র দম আছে ৷ বাংলার মানুষকে নামিয়ে দিদির বিরোধিতা করব ৷ আমরা শুরু করেছি ৷ দু-একদিনের মধ্যে বুঝতে পারবে ৷" কলকাতায় আজ বামদলগুলি নাগরিকত্ব সংশোধনী আইনের প্রতিবাদে মিছিল করে । সেই প্রসঙ্গে দিলীপ বলেন, "বামেদের আন্দোলন আজ থেকে শুরু হচ্ছে ৷ তবে বামেদের বাংলার মানুষ ভুলে গেছে ৷"

For All Latest Updates

ABOUT THE AUTHOR

...view details