পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

কোরোনায় আক্রান্ত শিবপুর থানার আরও 3 পুলিশকর্মী

আগেই শিবপুর থানার চার পুলিশকর্মী কোরোনায় আক্রান্ত হয়েছিলেন । এবার আক্রান্ত হলেন দু'জন কনস্টেবল ও একজন হোমগার্ড ৷ আজ তাঁদের রিপোর্ট পজ়িটিভ আসে ৷

Howrah
শিবপুর

By

Published : Apr 27, 2020, 6:38 PM IST

শিবপুর , 27 এপ্রিল : কোরোনায় আক্রান্ত হলেন শিবপুর থানার আরও তিন পুলিশকর্মী ৷ তাঁদের মধ্যে একজন হোমগার্ড এবং দু'জন কনস্টেবল রয়েছেন । আজ সকালে তাঁদের সোয়াবের নমুনার রিপোর্ট পজ়িটিভ আসে ৷

ইতিমধ্যেই হাওড়াকে রেড জ়োন হিসেবে চিহ্নিত করা হয়েছে ৷ এখানে কোরোনায় আক্রান্ত হয়েছেন অনেকেই । আক্রান্ত হয়েছেন হাসপাতালের সুপার, নার্স , চিকিৎসক , সাফাইকর্মীরা ৷ বাদ যাননি পুলিশকর্মীরা ৷ এর আগে শিবপুর থানার চার পুলিশকর্মী কোরোনায় আক্রান্ত হয়েছিলেন ৷ তাঁরা হাওড়ার বিভিন্ন হাসপাতালে ভরতি রয়েছেন ৷ এবার শিবপুর থানার আরও তিন পুলিশকর্মী কোরোনায় আক্রান্ত হলেন ৷

কয়েকদিন ধরেই জ্বর, সর্দি-কাশি ও শ্বাসকষ্টে ভুগছিলেন তাঁরা ৷ পরে চিকিৎসকের পরামর্শ মতো তাঁদের সোয়াব টেস্ট করা হয় ৷ আজ তার রিপোর্ট পজ়িটিভ আসে ৷ তাঁদের ফুলেশ্বরের সঞ্জীবন হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডে ভরতি করা হয়েছে ।

এদিকে হাওড়া হাসপাতালে আজ থেকে চালু হল ফিভার ক্লিনিক । সেখানে সন্দেহজনক ব্যক্তিদের স্ক্রিনিং করা হবে বলে জেলা স্বাস্থ্যবিভাগ থেকে জানা গেছে ।

সরকারিভাবে হাওড়ায় এখনও পর্যন্ত কোরোনা আক্রান্তের সংখ্যা 140 জন ৷ মৃতের সংখ্যা আট ৷ 11 জন সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৷

For All Latest Updates

ABOUT THE AUTHOR

...view details