হাওড়া, 20 মে : আগুনে ক্ষতিগ্রস্ত হয়ে বন্ধ হল হাওড়ার একমাত্র কোভিড শ্মশানঘাট শিবপুর শ্মশানঘাট । করোনা মৃতদেহ পোড়ানোর চাপে বন্ধ হয়ে গেল হাওড়া শিবপুর শ্মশানঘাটের একমাত্র বৈদ্যুতিক চুল্লি । আজ দুপুরে ওই শ্মশানঘাটের চুল্লি বিকল হয়ে পড়ে ।
জানা গিয়েছে, অতিরিক্ত আগুনের উত্তাপ থেকেই এই বিপত্তি ৷ সরকারি হিসাব অনুযায়ী হাওড়া শহরের প্রতিদিন 10 থেকে 15 জনের করোনায় মৃত্যু হচ্ছে করোনার দ্বিতীয় ঢেউ আসার পর থেকে । পরপর মৃতদেহ আসতে থাকায় অনেক সময় একটি করে মৃতদেহ বৈদ্যুতিক চুল্লিতে পোড়ানোর কথা সেখানে দু-তিনটি করে মৃতদেহ একসঙ্গে চুল্লিতে পোড়ানোর অভিযোগ উঠেছে । আর একটি মৃতদেহ পোড়ানোর পরে আরেকটি মৃতদেহ পোড়ানোর মধ্যে যে নির্দিষ্ট সময়ের ব্যবধান থাকার কথা তাও সঠিকভাবে বজায় রাখা যাচ্ছে না বলেই সূত্রের খবর ।
আজ দুপুরে হঠাৎ করেই শিবপুর শ্মশানঘাটের বৈদ্যুতিক চুল্লিতে আগুনের ফুলকি দেখা যায় এবং চুল্লিটি বন্ধ হয়ে যায় । এখনো পর্যন্ত তা চালু করা যায়নি । ফলে শিবপুর শ্মশানঘাটে মৃতদেহ জমতে শুরু করেছে । যদিও হাওড়া পৌরনিগমের কমিশনার ধবল জৈন জানিয়েছেন, শ্মশানঘাটে দুটি বৈদ্যুতিক চুল্লি ছিল । একটি বিকল হয়ে যাওয়ায় অন্য চুল্লিটি যেটি কিছুদিন আগে পর্যন্ত খারাপ ছিল সেই চুল্লিটি আপাতত চালু করা হয়েছে । তবে যত শীঘ্রই সম্ভব পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা হচ্ছে ।
আরও পড়ুন :কোভিড টিকার অপ্রতুলতায় চূড়ান্ত অব্যবস্থার ছবি বেলুড়ে
হাওড়া পৌরনিগমের প্রশাসক মণ্ডলীর চেয়ারম্যান অরূপ রায় বলেন, বিষয়টি খতিয়ে দেখে যত শীঘ্রই সম্ভব পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করা হচ্ছে । বৈদ্যুতিক চুল্লি বন্ধ হলেও আপাতত কাঠের চুল্লিতে মৃতদেহ পোড়ানোর ব্যবস্থা চালু রয়েছে বলেই পৌরনিগমের পক্ষ থেকে জানানো হয়েছে । এই প্রসঙ্গে শিবপুর শ্মশানঘাটে মৃতদেহ পোড়াতে আসা এক মৃতের আত্মীয় আক্তার হুসেন জানান দীর্ঘ এক ঘণ্টার বেশি সময় ধরে তাঁরা এখানে এসেছেন । কিন্তু চুল্লি বন্ধ থাকায় মৃতদেহ সৎকার করা সম্ভব হচ্ছে না । তাঁদের অসুবিধার সম্মুখীন হতে হচ্ছে ।