আমতা, 1 মার্চ: ইতিমধ্যেই হাওড়া আমতার ছাত্রনেতা আনিশ খানের (Anish Khan Death Case) দেহের দ্বিতীয়বার ময়নাতদন্ত সম্পন্ন হয়েছে এসএসকেএম হাসপাতালে। ভবানী ভবন সূত্রের খবর, এবার দেহের প্রথম ময়নাতদন্তের রিপোর্ট এবং দ্বিতীয়বারের ময়নাতদন্তের প্রাথমিক রিপোর্ট মিলিয়ে দেখা হবে। পাশাপাশি আমতায় ছাত্রনেতা আনিশ খানের খুনের ঘটনায় ইতিমধ্যেই বেশ কিছু প্রশ্ন সামনে এসেছে। এই সকল প্রশ্নগুলির উত্তর একমাত্র সংশ্লিষ্ট থানার তৎকালীন অফিসার ইনচার্জ এবং সেদিন রাতে থানায় কর্তব্যরত পুলিশ কর্মীরাই দিতে পারবেন বলে মনে করছেন স্পেশাল ইনভেস্টিগেটিভ টিমের সদস্যরা। তাই আমতা থানার তৎকালীন ওসি দেবব্রত চক্রবর্তীকে তলব করতে পারেন তদন্তকারীরা।
বেশ কিছু সিভিক ভলান্টিয়ারকে এই ঘটনায় আগেও জিজ্ঞাসাবাদ করেছিলেন স্পেশাল ইনভেস্টিগেটিভ টিমের সদস্যরা। সেক্ষেত্রে বেশ কিছু প্রশ্নের উত্তর এখনও সামনে আসেনি। এই ঘটনায় প্রথমবার ভবানী ভবনে আমতা থানার তৎকালীন অফিসার ইনচার্জ দেবব্রত চক্রবর্তীকে জিজ্ঞাসাবাদ করেছিলেন স্পেশাল ইনভেস্টিগেটিভ টিমের প্রধান জ্ঞানবন্ত সিং। আর এবার সিটের অন্যান্য তদন্তকারী আধিকারিকরা আমতা থানার তৎকালীন ওসি এবং অন্যান্য পুলিশকর্মীদের জিজ্ঞাসাবাদ করার প্রস্তুতি নিচ্ছেন।