হাওড়া, 10 জুলাই: অমরনাথ তীর্থযাত্রার মধ্যেই প্রাকৃতিক বিপর্যয়ের মধ্যে পড়ে প্রাণ গিয়েছে একাধিক তীর্থ যাত্রীর (Several Devotees Still Stuck in Amarnath After Cloud Burst Happen)। আটকে রয়েছেন বহু পুণ্যার্থী ৷ রয়েছেন এরাজ্যের বাসিন্দারাও ৷ তাঁদেরই একজন হাওড়ার বালির বাসিন্দা শ্রাবন্তী রায় ৷ মধ্যে পুলওয়ামাতে আটকে পড়ে মুখ্যমন্ত্রীর কাছে সাহায্যে চেয়ে তিনি একটি ভিডিয়ো সোশাল মিডিয়াতে পোস্ট করেছেন। এরপরই ওই ভিডিয়ো ভাইরাল হয়। ওই ভিডিয়ো বার্তায় তিনি জানিয়েছেন, মেঘ ভাঙা বৃষ্টির প্রাকৃতিক ঘটনায় আতঙ্কিত রয়েছেন তাঁরা।
শ্রাবন্তীর পরিবার সূত্রে খবর, চলতি মাসের 6 তারিখ জম্মু-তাওয়াই এক্সপ্রেসে জম্মুর উদ্দেশ্যে রওনা দেন তিনি। সঙ্গে ছিলেন শ্রাবন্তী ও তাঁর মা-সহ পরিবারের অন্যান্য সদস্যরা। 8 তারিখ জম্মুতে পৌঁছে 11 তারিখ তাঁদের অমরনাথের উদ্দেশ্যে যাত্রা করার কথা ছিল । তবে তাঁদের যাত্রার আগেই ঘটে যায় মেঘ ভাঙা বৃষ্টির মতো প্রাকৃতিক বিপর্যয় । এরপরই তাঁদের যাত্রার পরিকল্পনা ভেস্তে যায়। পাশাপাশি দুর্ঘটনার বিভিন্ন খবরে আরও আতঙ্কিত হয়ে পড়েন শ্রাবন্তী ও তাঁর পরিবারের সদস্যরা ।