উলুবেড়িয়া, ২০ মার্চ : হোম থেকে পালিয়ে গেল ২১জন আবাসিক নাবালক। পুলিশ ১৭ জনকে উদ্ধার করলেও এখনও খোঁজ মেলেনি বাকি চারজনের। ঘটনাটি সোমবার রাত আড়াইটা নাগাদ পাঁচলা থানা এলাকার মালিপুকুরের একটি সরকারি সাহায্যপ্রাপ্ত হোমের।
হোম থেকে উধাও ২১ নাবালক, পরে উদ্ধার ১৭
উলুবেড়িয়ার এক হোম থেকে পলাতক ২১জন নাবালক। ১৭জনকে উদ্ধার করা গেলেও চারজন এখনও নিখোঁজ।
সোমবার রাতে হোমের জানালা ভেঙে পাঁচিল টপকে পালিয়ে যায় ২১ নাবালক। কিছুক্ষণের মধ্যে ঘটনাটি হোম কর্তৃপক্ষের নজরে আসে। খবর দেওয়া হয় পাঁচলা থানায়। সাথে সাথে পুলিশ তল্লাশি শুরু করে। হোমের পাশের রাস্তা থেকে উদ্ধার হয় ১৭জন। যদিও বাকি চারজনের খোঁজ এখনও পাওয়া যায়নি।
এই নাবালকরা সকলেই ভবঘুরে। এদের উদ্ধারের পর চাইল্ড ওয়েলফেয়ার কমিটিতে পাঠানো হয়েছে। স্থানীয়রা জানান, ২৪ সেপ্টেম্বরও হোম থেকে পালিয়ে গেছিল ছ'জন আবাসিক। নিরাপত্তার গাফিলতির জন্য বারবার এই ঘটনা ঘটছে বলে মনে করছেন অনেকেই। যদিও হোম কর্তৃপক্ষ মুখে কুলুপ এঁটেছে।