পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

পৌরভোট পিছিয়ে যাওয়ায় খুশি তৃণমূল, খোঁচা সায়ন্তন বসুর - হাওড়ায় 'চায় পে চর্চা' য় CAA নিয়ে আলোচনা সায়ন্তন বসুর

আজ হাওড়া শহরের মন্দিরতলায় 'চায় পে চর্চা' য় যোগ দিয়ে ETV ভারতের কাছে এমনটাই অভিযোগ করেন BJP রাজ্য সম্পাদক সায়ন্তন বসু । সেখানে দলীয় কর্মীদের সঙ্গে বসে 'চায় পে চর্চা' করেন । পাশাপাশি সংলগ্ন এলাকায় ব্যবসায়ীদের কাছে CAA ও NRC সংক্রান্ত লিফলেট বিলি করেন BJP - র রাজ্য সম্পাদক । কী কারণে কেন্দ্রীয় সরকার CAA ও NRC কে দেশজুড়ে লাগু করতে চায় তার বিস্তারিত বিশ্লেষণ মন্দিরতলায় মানুষদের কাছে তুলে ধরেন তিনি ।

Sayantan Basu discussed CAA in 'Tea adda' at Howrah
হাওড়ায় 'চায় পে চর্চা' য় CAA নিয়ে আলোচনা সায়ন্তন বসুর

By

Published : Mar 17, 2020, 3:23 PM IST

হাওড়া, 17 মার্চ : "তৃণমূল পৌরভোট পিছিয়ে খুশি । কারণ, ভোট হলে অবধারিত পরাজয় হবে তৃণমূলের ।" আজ হাওড়া শহরের মন্দিরতলায় "চায়ে পে চর্চা"-য় যোগ দিয়ে ETV ভারতের কাছে এমনটাই অভিযোগ করেন BJP রাজ্য সম্পাদক সায়ন্তন বসু । সেখানে দলীয় কর্মীদের সঙ্গে বসে "চায়ে পে চর্চা" করেন । পাশাপাশি সংলগ্ন এলাকায় ব্যবসায়ীদের কাছে CAA ও NRC সংক্রান্ত লিফলেট বিলি করেন BJP-র রাজ্য সম্পাদক । কী কারণে কেন্দ্রীয় সরকার CAA ও NRC-কে দেশজুড়ে লাগু করতে চায় তার বিস্তারিত মন্দিরতলায় মানুষদের কাছে তুলে ধরেন তিনি ।

এপ্রিলে রাজ্যজুড়ে বোর্ডহীন অবস্থায় পড়ে থাকা পৌরনিগম ও পৌরসভাগুলির নির্বাচন হওয়ার কথা ছিল । যদিও রাজ্য নির্বাচন কমিশনের তরফে নির্দিষ্ট দিনক্ষণ জানানো হয়নি এখনও । কিন্তু, কোরোনাকে হাতিয়ার করে শাসকদল ভোট পিছিয়ে দিতে উদ্যোগী হয়েছে বলে অভিযোগ করেন সায়ন্তন বসু ৷

হাওড়ায় 'চায় পে চর্চা' য় CAA নিয়ে আলোচনা সায়ন্তন বসুর

তিনি বলেন, " মানুষের স্বাস্থ্যের কথা ভেবে আগামী 15 দিন ভোট পিছিয়ে দেওয়া যায়। কিন্তু, তারপর আর কোনও বাধা থাকবে না । কিন্তু শাসকদল জানে নিরপেক্ষ ভোট হলে তাদের পরাজয় নিশ্চিত । তাই নির্বাচন পিছিয়ে দিতে চায় তারা । " পাশাপাশি কোরোনা আতঙ্কে বিধানসভা মুলতুবি নিয়েও রাজ্যকে কটাক্ষ করেন ৷ তিনি বলেন, " বিধানসভা স্বাভাবিক থাকলে প্রশ্ন করা হবে মন্ত্রীদের । সরকারের সমালোচনা হবে । তাই বিধানসভা বন্ধ করতে সচেষ্ট তৃণমূল । কিন্তু, আমরা লোকসভা বন্ধ করিনি বিরোধীদের দাবি থাকা সত্ত্বেও । "

For All Latest Updates

ABOUT THE AUTHOR

...view details