হাওড়া, 13 এপ্রিল : রামনবমী উপলক্ষ্যে আজ অস্ত্র নিয়ে মিছিল করল হাওড়ার খটিক সমাজ। আজ দুপুরে হাওড়া স্টেশন লাগোয়া ডবসন রোড থেকে তরোয়াল-সহ একাধিক ধারালো অস্ত্র সহযোগে মিছিল বের করে তারা। এই মিছিলে নাবালকদের হাতেও অস্ত্র তুলে দেওয়া হয়। স্থানীয়দের অভিযোগ, ঘটনাস্থানে পুলিশ থাকলেও কেউ বাধা দেয়নি।
হাওড়ায় অস্ত্র হাতে রামনবমী পালন নাবালকদের, ছিলেন কংগ্রেস প্রার্থীও - arms
আজ রামনবমী উপলক্ষ্যে অস্ত্র মিছিল করল হাওড়ার খটিক সমাজ। মিছিলে নাবালকদের হাতে অস্ত্র থাকায় বিতর্কের সৃষ্টি হয়েছে। পাশাপাশি প্রায় সবদলের রাজনৈতিক কর্মীদেরই আজকের মিছিলে সামিল হতে দেখা যায়।
অস্ত্র নিয়ে মিছিল প্রসঙ্গে সংগঠনের পক্ষ থেকে বলা হয়, প্রশাসনের অনুমতি নিয়েই এই মিছিল করা হয়েছে। পাশাপাশি সংগঠনের পক্ষ থেকে দাবি করা হয়, রামনবমী একটা ধর্মীয় মিছিল। তাই বছরের এই একটা দিনই অস্ত্র পুজো করে মিছিল বের করা হয়। সংগঠনের পক্ষ থেকে বলা হয়, "দুষ্ট শক্তিকে বিনাশ করে সমাজের মধ্যে সংহতি আনার জন্যই রামনবমী পালন করা হয়। এর মধ্যে কোনও রাজনীতি নেই।"
প্রায় সব দলের রাজনৈতিক কর্মীরাই আজকের মিছিলে সামিল হন। এমন কী হাওড়া সদরের কংগ্রেস প্রার্থী শুভ্রা ঘোষও পুজোর সময় কিছুক্ষণের জন্য আসেন।