হাওড়া, 5 সেপ্টেম্বর : রক্তের গ্রুপে গরমিলকে কেন্দ্র করে উত্তেজনা ছড়াল হাওড়া ড্রেনেজ ক্যানেল রোডের এক নার্সিংহোমে ৷ ওই নার্সিংহোমের স্বাস্থ্য পরিষেবার বেহাল বলে অভিযোগ উঠেছে ৷ অভিযোগ, রোগীর রক্তের গ্রুপ প্রেসক্রিপশনে বদলে দেওয়া হয়েছে ৷ রোগীর পরিবারকে রক্ত জোগাড় করে আনতে বলার সময় বিষয়টি নজরে আসে ৷
প্রসঙ্গত, গীতা চট্টোপাধ্যায় নামে এক মহিলাকে হাওড়া ক্যানেল রোডের ওই নার্সিংহোমে ভর্তি করায় তাঁর পরিবার ৷ তাঁকে রক্ত দিতে হত ৷ ওই মহিলার ভাই গৌতম চট্টোপাধ্যায়ের অভিযোগ, তিনি শনিবার তাঁর দিদি গীতা চট্টোপাধ্যায়কে হাসপাতালে ভর্তি করিয়েছিলেন ৷ তাঁর রক্তের প্রয়োজন ছিল ৷ তার জন্য রক্তের গ্রুপ পরীক্ষা করতে নমুনা সংগ্রহ করা হয় নার্সিংহোমের তরফে ৷ নমুনা পরীক্ষার পর প্রেসক্রিপশনে গীতা চট্টোপাধ্যায়ের রক্তের গ্রুপ বি পজিটিভ উল্লেখ করা হয় ৷ কিন্তু, গীতা চট্টোপাধ্যায়ের রক্তের গ্রুপ আসলে এবি পজিটিভি বলে জানান তাঁর ভাই ৷