হাওড়া, 11 মার্চ: ফের দ্বিতীয় হুগলি সেতু থেকে গঙ্গায় ঝাঁপ দিলেন এক যুবক ৷ পুলিশ সূত্রে জানা গিয়েছে, শনিবার সকাল আটটা নাগাদ এক যুবক সেতুর মাঝখানে বাইক রেখে রেলিংয়ে পাশে দাঁড়িয়ে ছিলেন ৷ বেশ কয়েক জন বাইক আরোহী তাঁকে দাঁড়িয়ে থাকতে দেখেন ৷ যুবককে ওই অবস্থায় দেখে তাঁদের সন্দেহ হয় ৷ এরপরই বাইক আরোহীদের কয়েকজন রাস্তায় নেমে তাঁর দিকে ছুটে যান (Man keeps bike and dives into river from Second Hooghly Brige) ৷ ঘটনাস্থলে আসে পুলিশও। সকলের সামনেই গঙ্গায় ঝাঁপ দেন যুবক। এখনও পর্যন্ত পাওয়া খবর অনুযায়ী ওই যুবকের খোঁজে গঙ্গায় তল্লাশি চলছে ৷
জানা গিয়েছে অন্য বাইক আরোহীদের খবর পার পুলিশ। ঘটনাস্থলে ছুটে আসে কর্তব্যরত হেস্টিংস থানার পুলিশ অধিকারিকরা ৷ পুলিশকে আসতে দেখেই সেতুতে দাঁড়িয়ে থাকা যুবক গঙ্গায় ঝাঁপ দেন ৷ হেস্টিংস থানার পুলিশ আধিকারিকরা এরপর রিভার ট্রাফিক পুলিশকে খবর পাঠান । তারা ঘটনাস্থলে এসে পৌঁছয় ৷ গঙ্গায় ঝাঁপ দেওয়া যুবকের খোঁজে রিভার ট্রাফিক পুলিশ তল্লাশি চালাতে শুরু করে ৷
ঘটনাস্থল থেকে পুলিশ ওই যুবকের বাইকটি উদ্ধার করেছে ৷ পুলিশ সূত্রে খবর, দ্বিতীয় হুগলি সেতু থেকে গঙ্গায় ঝাঁপ দেওয়া ওই যুবকের নাম মহম্মদ আরিফ আনসারী ৷ তাঁর বয়স কমবেশি 25 বছর ৷ আরিফ কলকাতার ফুলবাগান এলাকার কাঁকুড়গাছি থানার অন্তর্গত কে মতিলাল বসাক লেনের বাসিন্দা ৷ তিনি পেশায় আইনজীবী বলেই জানা গিয়েছে ৷ কলকাতার শিয়ালদা আদালতে আইনজীবী হিসেবে কাজ করছিলেন আরিফ ৷ বছর তিনেক আগে তিনি বিয়ে করেন ৷ তাঁর দু'বছরের সন্তান একটি রয়েছে ৷ সূত্রের খবর, শুক্রবার রাতে স্ত্রীর সঙ্গে অশান্তি হওয়ায় তিনি মানসিক দিক দিয়ে বিপর্যস্ত ছিলেন ৷ এরপর শনিবার সকালে তিনি বাইকে চেপে দ্বিতীয় হুগলি সেতুর উপরে আসেন ৷ সেখান থেকে তিনি গঙ্গায় ঝাঁপ দেন ৷ তাঁর বাবা মেটিয়াবুরুজ অঞ্চলে থাকেন বলে জানা গিয়েছে ৷ ঘটনার তদন্ত শুরু করেছে হেস্টিংস থানার পুলিশ ৷ পুলিশ সেতুর উপর থেকে তাঁর বাইক ও বাইকের চাবি বাজেয়াপ্ত করেছে ৷
আরও পড়ুন: বাইক রেখে দ্বিতীয় হুগলি সেতু থেকে গঙ্গায় ঝাঁপ যুবকের, রোখার চেষ্টা করেও ব্যর্থ প্রত্যক্ষদর্শী