বাঁকড়া (হাওড়া), 22 ডিসেম্বর : ব্যক্তির রক্তাক্ত দেহ উদ্ধার ৷ ঘরের মধ্যেই পড়ে ছিল তাঁর দেহ ৷ ভারী কোনও জিনিস দিয়ে আঘাত করা হয়েছে বলে প্রাথমিক তদন্তে অনুমান করছে পুলিশ ৷ মৃতদেহ ময়না তদন্তের জন্য পাঠানো হয়েছে ৷
খুন না অন্যকিছু ? হাওড়ার ঘটনায় ধন্দে পুলিশ - bankra
হাওড়ার বাঁকড়া থেকে উদ্ধার ব্যক্তির রক্তাক্ত দেহ ৷ ভারী কিছু দিয়ে মাথায় আঘাত করেই খুন করা হয়েছে তাকে ৷ অনুমান পুলিশের ৷
স্থানীয় রহমান মণ্ডল জানান, সুনীল বাবলি (40) নামে এক ব্যক্তি তাঁর পরিচিত ৷ আজ সকাল থেকে ওই ব্যক্তির বাইক এলাকাতে দেখা গেলেও তাঁকে কেউ দেখতে পাননি । রহমান সাহেব দাবি করেন, তাঁর দোকান থেকে সুনীল গুটখা, মুড়ি, চানাচুর নিয়ে যেতেন নিয়মিত, আসতেন রোজ । আজ খবর পেয়ে তিনি স্থানীয় বাসিন্দাদের সঙ্গে ঘটনাস্থানে গিয়ে দেখেন সুনীলের মৃতদেহ পরে আছে ঘরে ।
ঘটনাস্থানে পৌঁছায় ডোমজুড় থানার পুলিশ । মৃতদেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে । প্রাথমিকভাবে পুলিশের অনুমান, কোনও পরিচিত লোকই এই ঘটনায় যুক্ত ।