পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

Internet Connection Suspended in Howrah: অশান্তি রুখতে ইন্টারনেট পরিষেবা বন্ধ করল হাওড়া জেলা প্রশাসন - Howrah Latest Update

হাওড়ার ঘটনায় সামাজিক মাধ্যমে ভুয়ো ছবি, ভিডিয়ো, বার্তা ছড়িয়ে পড়ার ঘটনা ঘটতে পারে ৷ তাই শহরে ইন্টারনেট পরিষেবা বন্ধ রাখার সিদ্ধান্ত নিল প্রশাসন ৷ জারি করা হল 144 ধারা ৷

Howrah
হাওড়া

By

Published : Apr 1, 2023, 6:31 AM IST

Updated : Apr 1, 2023, 7:00 AM IST

হাওড়া, 1 এপ্রিল: অশান্তির ঘটনার জেরে হাওড়া শহরে ইন্টারনেট পরিষেবা বন্ধের সিদ্ধান্ত নিল জেলা প্রশাসন ৷ হাওড়া জেলাশাসকের পক্ষ থেকে একটি নির্দেশিকায় জানানো হয়েছে শুক্রবার থেকে শনিবার রাত 2 টো পর্যন্ত হাওড়া শহরে ইন্টারনেট পরিষেবা বন্ধ থাকবে ৷ নির্দেশিকায় বলা হয়েছে এমটিএস, ভোডাফোন, রিলায়েন্স জিও, আইডিয়া, এয়ারসেল, টাটা টেলি সার্ভিসেস, আরএসএনএল, আলিয়ান্স ব্রডব্যান্ড, ডিজি কেবল, মন্থন ব্রডব্যান্ড সার্ভিসেস, হাথওয়ে কেবল এবং ডাটাকম, সিটি কেবল, জিটিপিএল-কেসিবিপিএল, টাটা স্কাই, ডিশ টিভি, ভারতি এয়ারটেল, রিলায়েন্স কমিউনিকেসন, উইশ নেট, ওয়্যারলেস নেট, জোন, সিনেট, সিটি ব্রডব্যান্ড, আমার কেবল, ডিশনেট ওয়্যারলেস এবং অন্য ইন্টারনেট প্রদানকারী সংস্থা হাওড়ায় জরুরি অবস্থার জন্য তাঁদের পরিষেবা বন্ধ রাখবে ৷ পাশাপাশি শহরে জারি হয়েছে 144 ধারা ৷

প্রশাসন সূত্রের খবর, এই পরিস্থিতিতে ইন্টারনেটের মাধ্যমে ভুয়ো তথ্য দ্রুত ছড়িয়ে পড়ছে ৷ বহু মানুষ এর সুযোগ নেওয়ার চেষ্টা চালিয়ে যাচ্ছেন ৷ এর ফলে জনস্বার্থ বিঘ্নিত হতে পারে ৷ সাধারণ মানুষের আবেগে আঘাত লাগতে পারে ৷ এলাকায় আইন-শৃঙ্খলা পরিস্থিতির অবনতি হতে পারে ৷ ইতিমধ্যে হাওড়া জেলার বিভিন্ন প্রান্তে রাস্তা অবরোধ, রেল অবরোধ-সহ অন্য গণ-পরিবহণ ব্যবস্থা ব্যাহত করার চেষ্টা করা হয়েছে ৷ তা প্রতিরোধ করতে এই গুরুত্বপূর্ণ পদক্ষেপ করা হচ্ছে ৷ নির্দেশিকাতে আরও জানানো হয়েছে, এই বিজ্ঞপ্তির ফলে সাধারণ ফোন কল থেকে শুরু করে মেসেজ পাঠানোর ক্ষেত্রে সমস্যা দেখা দেবে না । পাশাপাশি সংবাদপত্রের কাজও ব্যাহতও হবে না । নির্দেশিকায় বলা হয়েছে, শিবপুর,এজেসি বোস বি গার্ডেন, সাঁতরাগাছি, দাসনগর, সালকিয়া এবং মালি পাঁচঘড়া, জগাছা থানা এলাকার বিভিন্ন জায়গা ইন্টারনেট পরিষেবা বন্ধের আওতায় থাকবে ৷

হাওড়া জেলাপ্রশাসনের বিজ্ঞপ্তি

আরও পড়ুন: হাওড়ার ঘটনার নিন্দায় রাজ্যপাল, মমতা ও শাহের সঙ্গে কথা

হাওড়ার ঘটনা নিয়ে ইতিমধ্যেই তোলপাড় হয়েছে রাজ্য রাজনীতি। শাসক ও বিরোধী পক্ষ একে অন্যকে আক্রমণ করেছে। শুধু তাই নয়, ঘটনা সম্পর্কে খোঁজ নিয়েছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। রাজ্যপাল সিভি আনন্দ বোসও ঘটনাস্থলে পৌঁছেছেন। অন্যদিকে, হাওড়ার ঘটনা নিয়ে শাহের দিকেই আঙুল তুলেছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়।

Last Updated : Apr 1, 2023, 7:00 AM IST

ABOUT THE AUTHOR

...view details