পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

রেশনের গমে কিলবিল করছে পোকা ! গ্রাহকদের বিক্ষোভ দাসপুরে

পোকা কিলবিল করছে গমে । সেই গম দেওয়ার অভিযোগে রেশন ডিলারের বিরুদ্ধে বিক্ষোভ দেখাল গ্রাহকেরা ৷ বৃহস্পতিবার দাসপুর 1 নম্বর ব্লকের নন্দনপুর 2 গ্রাম পঞ্চায়েতের তিয়রবেড়িয়া গ্রামের রেশন ডিলার মানস মণ্ডলকে ঘিরে বিক্ষোভ দেখায় স্থানীয় বাসিন্দারা ৷

ration wheat
রেশনের গমে কিলবিল করছে পোকা

By

Published : Aug 7, 2020, 6:48 AM IST

Updated : Aug 12, 2020, 6:57 PM IST

দাসপুর, 7 অগাস্ট : রেশনের চালে পোকা । পোকার বিষ্ঠা ভরতি সেই চাল-গমই দেওয়ার অভিযোগ। তারই প্রতিবাদে বিক্ষোভ দাসপুরে l গ্রাহকদের অভিযোগ, পোকা কিলবিল করছে এরকম চাল গম সাধারণ মানুষকে দিয়ে ঠকাচ্ছে রেশন ডিলাররা ।

বৃহস্পতিবার দাসপুর 1 নম্বর ব্লকের নন্দনপুর 2 গ্রাম পঞ্চায়েতের তিয়রবেড়িয়া গ্রামের রেশন ডিলার মানস মণ্ডলের রেশন দোকানকে ঘিরে বিক্ষোভ দেখায় গ্রাহকরা। অভিযোগ, এই রেশন দোকানে গত কয়েক সপ্তাহ ধরে পোকা ধরা গম চাল দেওয়া হচ্ছিল গ্রাহকদের l প্রতিদিনকার মতো গতকালও এই পোকা কিলবিল যুক্ত চাল-গম গ্রাহকদের দেওয়াতে প্রথম প্রথম গ্রাহকরা নিজেদের মধ্যে আলোচনা করে l পরবর্তী কালে প্রতিবাদ শুরু করলেই সকলে একজোট হয়ে পড়ে l উত্তেজিত জনতা রেশন দোকানের সামনে জড়ো হয়ে দীর্ঘক্ষণ বিক্ষোভ দেখায় রেশন ডিলারকে ঘিরে।

রেশনের গমে কিলবিল করছে পোকা
অমিত দলুই নামে একজন অভিযোগ করেন, "রেশন ডিলার গ্রাহকদের নষ্ট হয়ে যাওয়া খারাপ চাল-গম দিচ্ছিলেন বেশ কয়েকদিন ধরে। আজকেও সকাল থেকে এই পোকা ধরা পোকার বিষ্ঠা ভরতি চাল-গম গ্রাহকদের দেওয়া হয় l তখন আমরা প্রতিবাদ করি l যেখানে মুখ্যমন্ত্রী স্বয়ং বলেছেন বিনামূল্যে পরিষ্কার-পরিচ্ছন্ন চাল গম গ্রাহকদের দিতে হবে । সেখানে রেশন ডিলার ভালো চাল অন্য জায়গায় পাচার করে খারাপ চাল গম আমাদের মতো সাধারণ মানুষকে দিচ্ছে l দিয়ে ঠকাচ্ছে l তাই আমরা এর প্রতিবাদ জানিয়েছি l "
Last Updated : Aug 12, 2020, 6:57 PM IST

ABOUT THE AUTHOR

...view details