পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

আগামী 15 অগাস্টে POK-তেও উড়বে তেরঙ্গা : দিলীপ ঘোষ - আগামী ১৫ অগাস্টে POK-তেও উড়বে ভারতীয় তেরঙ্গা

সম্প্রতি কাশ্মীর থেকে প্রত্যাহার করা হয়েছে 370 ধারা । তারপরই বিরোধীদের একাংশের নিশানায় পড়ে কেন্দ্রীয় সরকার । এই ইশুকে কেন্দ্র করে কাশ্মীরিদের অধিকার খর্ব হচ্ছে বলে সুর চড়ায় কংগ্রেস, তৃণমূলসহ একগুচ্ছ বিরোধী দল । সেই প্রসঙ্গ টেনে আজ দিলীপ ঘোষ বলেন,  "এরা কার সমর্থনে, কোন দেশের হয়ে এরা বলছে সেটা আমাদের বুঝতে হবে ৷ যারা দেশের বিরুদ্ধে, জনগণের বিরুদ্ধে কথা বলে তাদের এদেশে থাকার কোনও অধিকার নেই ৷"

দিলীপ ঘোষ

By

Published : Aug 30, 2019, 8:59 PM IST

Updated : Aug 30, 2019, 10:42 PM IST

হাওড়া, 30 অগাস্ট : "সফল হয়েছে পূর্ণাঙ্গ ভারত গঠন । এবছর কাশ্মীরের সর্বত্র উড়েছে জাতীয় পতাকা । এবার শুধু পরের বছরের প্রতীক্ষা । কারণ আগামী 15 অগাস্টে POK-তেও (পাকিস্তান অধিকৃত কাশ্মীর) উড়বে তেরঙ্গা ৷ " আজ মধ্য হাওড়ার সন্ধ্যাবাজার এলাকার একটি জনসভায় গিয়ে একথা বললেন BJP-র রাজ্য সভাপতি দিলীপ ঘোষ ৷

সম্প্রতি কাশ্মীর থেকে প্রত্যাহার করা হয়েছে 370 ধারা । তারপরই বিরোধীদের একাংশের নিশানায় পড়ে কেন্দ্রীয় সরকার । এই ইশুকে কেন্দ্র করে কাশ্মীরিদের অধিকার খর্ব হচ্ছে বলে সুর চড়ায় কংগ্রেস, তৃণমূলসহ একগুচ্ছ বিরোধী দল । সেই প্রসঙ্গ টেনে আজ দিলীপ ঘোষ বলেন, "এরা কার সমর্থনে, কোন দেশের হয়ে এরা বলছে সেটা আমাদের বুঝতে হবে ৷ যারা দেশের বিরুদ্ধে, জনগণের বিরুদ্ধে কথা বলে তাদের এদেশে থাকার কোনও অধিকার নেই ৷"

ভিডিয়োয় শুনুন দিলীপ ঘোষের বক্তব্য

পাশাপাশি রাজ্য পুলিশকেও একহাত নেন দিলীপ ঘোষ । তাঁর কথায়, "এরাজ্যে পুলিশি ব্যবস্থা পুরোপুরি ভেঙে পড়েছে । পুলিশ আধিকারিকদের কোনও সম্মান নেই । উর্দি পরেই তাঁরা দিদিকে প্রণাম করেন । কারণ এভাবেই তাঁদের প্রমোশন মেলে । তৃণমূল গুন্ডামি করছে । কিন্তু, এভাবে BJP-কে আটকানো যাবে না ।"

দিদিকে বলোর পালটা দাদাকে বলো শুরু করেছে BJP ৷ কয়েকদিন আগে BJP-র চায়ে পে চর্চা নিয়ে সরব হয়েছিল তৃণমূল । তাদের অভিযোগ, "তৃণমূলকে কপি করছে BJP । সেবিষয়ে দিলিপবাবু বলেন, "মুখ্যমন্ত্রী চা বানাচ্ছেন । এটা কার ব্র্যান্ড? আমাদেরই কপি করছে তৃণমূল । আমরাই লোকের ঘরে ঘরে যাওয়া শুরু করেছিলাম । তারপর তৃণমূলের দিদিকে বলো । তাও ফোনে । যেখানে অভিযোগ জানালেও কোনও লাভ হয় না ।"

আজ সকালে লেকটাউনে চায়ে পে চর্চায় দিলীপ ঘোষের উপরে হামলার প্রতিবাদ করে হাওড়া BJP যুব মোর্চা । হাওড়া ময়দানের বঙ্গবাসীর সামনে রাস্তা অবরোধ করে BJP-র যুব মোর্চার কর্মী ও সমর্থকেরা । রাস্তায় টায়ার জ্বালিয়ে প্রায় 20 মিনিট বন্ধ করে দেওয়া হয় ময়দান সংলগ্ন গুরুত্বপূর্ন রাস্তা ।

Last Updated : Aug 30, 2019, 10:42 PM IST

ABOUT THE AUTHOR

...view details