কলকাতা, 25 ডিসেম্বর : হাওড়া পৌরনিগম সংশোধনী বিলে (HMC (Amendment) Bill) সই করেননি বলে জানিয়ে দিলেন রাজ্যপাল জগদীপ ধনকড় ৷ এ দিন টুইটারে একটি বার্তা দেন তিনি ৷ যেখানে রাজ্যপাল উল্লেখ করেছেন, ‘‘সংবাদ মাধ্যমে একটি খবর দেখানো হচ্ছে ৷ যেখানে বলা হয়েছে, রাজ্যপাল হাওড়া পৌরনিগম সংশোধনী বিল 2021এ সই করেছেন ৷ যা সঠিক নয় ৷’’
প্রসঙ্গত, শুক্রবার কলকাতা হাইকোর্টে অ্যাডভোকেট জেনারেল সৌমেন্দ্রনাথ মুখোপাধ্যায় জানান, হাওড়া ও বালি পৌরসভার সংশোধনী বিলে সই করেছেন রাজ্যপাল। কিন্তু শুক্রবার সন্ধ্যায় বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী রাজ্যপালের সঙ্গে দেখা করে বেরিয়ে দাবি করেন, রাজ্যপাল তাঁকে বলেছেন, ওই সংশোধনী বিলে তিনি সই করেননি (Howrah Municipal Corporation Amendment Bill is Under Consideration) ৷ এমনকি রাজ্যপালের একটি টুইটকে ঘিরেও ধোঁয়াশা তৈরি হয় ৷ যা নিয়ে এ বার নিজের অবস্থান স্পষ্ট করলেন রাজ্যপাল ৷
এ দিন সকালে একটি টুইট করে জগদীপ ধনকড় জানান, ‘‘সংবাদ মাধ্যমে একটি খবর দেখানো হচ্ছে ৷ যেখানে বলা হয়েছে, রাজ্যপাল হাওড়া পৌরনিগম সংশোধনী বিল 2021-এ সই করেছেন ৷ যা সঠিক নয় ৷ যতক্ষণ না মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছ থেকে এ সংক্রান্ত বিস্তারিত তথ্য আসছে, ততক্ষণ সংবিধানের ধারা 200 অনুযায়ী বিলটি বিবেচনাধীন থাকবে (Howrah Municipal Corporation Amendment Bill Under Consideration Under Article 200 of Constitution) ৷’’