পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

কোরোনা রুখতে ওয়ার্ডভিত্তিক নজরদারি করতে বৈঠক হাওড়া পৌরনিগমে - corona

শহরে কোরোনার প্রভাব আসার আগেই যাতে তা রোখা যায়, সেজন্য আজ একটি উচ্চপর্যায়ের বৈঠক হয় হাওড়া পৌরনিগমে । বিশেষত পৌরনিগম এলাকায় ও জেলাজুড়ে কী কীভাবে নজরদারি চালানো হবে তার একটি ব্লু প্রিন্ট তৈরি করা হয় ।

হাওড়া পৌরনিগম
হাওড়া পৌরনিগম

By

Published : Mar 20, 2020, 8:30 PM IST

Updated : Mar 21, 2020, 5:54 PM IST

হাওড়া, 20 মার্চ : কোরোনা রুখতে তৎপর হাওড়া প্রশাসন । শহরে কোরোনার প্রভাব আসার আগেই যাতে তা রোখা যায়, সেজন্য আজ একটি উচ্চপর্যায়ের বৈঠক হয় হাওড়া পৌরনিগমে । রাজ্যের সমবায় মন্ত্রী অরূপ রায়, হাওড়ার জেলাশাসক মুক্তা আর্য, হাওড়া পৌরনিগমের কমিশনার বিজিন কৃষ্ণা ও হাওড়া পুলিশের কমিশনার কুনাল আগারওয়াল-সহ অন্যান্য আধিকারিকরা এই বৈঠকে উপস্থিত ছিলেন ৷ বিশেষত পৌরনিগম এলাকায় ও জেলাজুড়ে কী কীভাবে নজরদারি চালানো হবে তার একটি ব্লু প্রিন্ট তৈরি করা হয় ।

হাওড়া জেলার শহরাঞ্চল এবং গ্রাম অঞ্চলের বাসিন্দাদের মধ্যে যারা জ্বর, কাশি, সর্দি অন্যান্য রোগে ভুগছেন তাদের শরীরে COVID-19 ভাইরাসের উপস্থিতি রয়েছে কিনা তা খতিয়ে দেখা হবে তৎপরতার সঙ্গে । এর পাশাপাশি বৈঠক শেষে মন্ত্রী অরূপ রায় একটি সাংবাদিক সম্মেলন করে জানান, হাওড়া পৌরনিগমের অন্তর্গত যে 66টি ওয়ার্ড রয়েছে, কিছু স্বাস্থ্যকর্মী পিছু ওয়ার্ডগুলি বণ্টন করা হয়েছে বৈঠকের মাধ্যমে । তাদের তত্ত্বাবধানে থাকা ওয়ার্ডগুলিতে যদি বিদেশ ফেরত কোনও ব্যক্তি থাকেন, তাদের কোয়ারেন্টাইনে রাখার ব্যবস্থা এবং যারা সর্দি-কাশির মতো রোগে ভুগছেন তারা করোনার আক্রান্ত কিনা তা যাচাই করার ব্যবস্থা করবেন ।

সাধারণ মানুষের পক্ষ থেকেও যদি আবেদন থাকে তাও পর্যালোচনা করবেন তারা । উল্লেখ্য, ওয়ার্ডভিত্তিক কোন কোন চিকিৎসক, স্বাস্থ্য কর্মী ও স্বাস্থ্য আধিকারিকদের দায়িত্ব দেওয়া হয়েছে তার একটি লিফলেট প্রকাশ্যে আনা হয় । সাধারণ মানুষের মধ্যে তা পৌঁছে দেওয়ার ব্যবস্থা করা হবে, যাতে কোনওরকম অসুবিধা হলেই তারা যোগাযোগ করতে পারেন নিকটবর্তী স্বাস্থ্যকেন্দ্রে ।

ওয়ার্ডভিত্তিক নজরদারি করতে বৈঠক হাওড়া পৌরনিগমে
Last Updated : Mar 21, 2020, 5:54 PM IST

ABOUT THE AUTHOR

...view details