হাওড়া, 29 জানুয়ারি : 'শুভেন্দু বিশ্বাসঘাতক ৷ বিজেপিতে এসে অনুগামী প্রাইভেট লিমিটেড তৈরির চেষ্টা করছেন ৷' একুশের বিধানসভা ভোটের আগে তৃণমূল কংগ্রস ছেড়ে বিজেপিতে আসা শুভেন্দু অধিকারীকে এভাবেই আক্রমণ করলেন হাওড়ার বিজেপির যুব-সহ সভাপতি অমিত ভট্টাচার্য ৷ পাশাপাশি দল ছাড়ার কথাও ঘোষণা করেছেন তিনি ৷ রীতিমতো সাংবাদিক বৈঠক ডেকে অধিকারী বাড়ির ছেলেকে তুলোধনা করেছেন তিনি ৷ এমনকি শুভেন্দুর যোগ্যতা নিয়েও প্রশ্ন তুলেছেন সদ্য দলত্যাগী এই নেতা (howrah bjp youth leader amit bhattacharjee left party)৷
বিজেপির রাজ্যস্তরের ক্ষোভ ক্রমশ ছড়াচ্ছে জেলাস্তরে। সেই ক্ষোভের আঁচ পড়ল হাওড়া সদর জেলা বিজেপির অন্দরে। সমস্যার সূত্রপাত বিজেপির জেলা কমিটির ঘোষণার পর ৷ গতকাল হাওড়া সদর বিজেপির জেলা কমিটির ঘোষণার পরই ক্ষোভ শুরু হয়েছে দলের অভ্যন্তরে । অভিযোগ, নতুন কমিটিতে তৃণমূল থেকে আসা লোকজনকে স্থান দেওয়া হয়েছে ৷ উপেক্ষা করা হয়েছে পুরনো সৈনিকদের ৷ আজ সাংবাদিক বৈঠক করে এই নিয়ে বিজেপির নতুন জেলা কমিটির বিরুদ্ধে ক্ষোভ উগরে দেন যুব নেতা অমিত ভট্টাচার্য ৷ সদ্য ঘোষিত হওয়া কমিটিতে তাঁর জায়গায় তৃণমূল ছেড়ে আসা এক ব্যক্তিকে জায়গা করে দেওয়া হয়েছে ৷ পাশাপাশি নয়া কমিটিতে গোবিন্দ হাজরা নামে এক নেতার অন্তর্ভুক্তিও দলের কর্মীদের ক্ষোভের কারণ ৷