পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

"পুলিশের মতো দায়িত্ব সামলাই, বেতন পাই অনেক কম"; আক্ষেপ হোমগার্ডদের - payment

রাজ্যে হোমগগার্ডের সংখ্যা প্রায় 14 হাজার । তাঁদের আক্ষেপ, বিভিন্ন সুযোগ-সুবিধা থেকে বঞ্চিত হচ্ছেন ।

হোমগার্ড

By

Published : Jul 28, 2019, 6:59 PM IST

Updated : Jul 28, 2019, 9:05 PM IST

হাওড়া, 28 জুলাই : সমকাজে সম বেতনের দাবি তুললেন রাজ্যের হোমগার্ডরা । রাজ্য সম্মেলন উপলক্ষ্যে আজ হাওড়া ময়দানের মেডিকেল ক্লাবে বিভিন্ন জেলার হোমগার্ডরা জমায়েত করেন । অনুষ্ঠান মঞ্চে হোমগার্ডরা দাবি করেন, দীর্ঘদিন ধরে পুলিশের মতো একই কাজ করলেও যাবতীয় সুযোগ-সুবিধা থেকে তাঁরা বঞ্চিত হচ্ছেন ।

রাজ্যে হোমগার্ডের সংখ্যা প্রায় 14 হাজার । তাঁদের আক্ষেপ, বিভিন্ন সুযোগ-সুবিধা থেকে বঞ্চিত হচ্ছেন । হাওড়া জেলা হোমগার্ড কমান্ডান্ট অরুণকুমার দে বলেন, "পুলিশের মতো সমস্ত দায়িত্ব সামলেও কনস্টেবলদের এক চতুর্থাংশ বেতন পাই আমরা । অবসরের পর মাত্র 50 হাজার টাকা পাই । সেই টাকা পেতেও অনেক দেরি হয় । তাই আমরা চাই, অবসরের পর ন্যূনতম 5 লাখ টাকা যেন সরকার থেকে দেওয়া হয় ।"

ভিডিয়োয় শুনুন বক্তব্য

বনশ্রী রায় নামে এক হোমগার্ড বলেন, "আমারা মাতৃত্বকালীন ছুটি পাই মাত্র পাঁচ মাস । কিন্তু মহিলা পুলিশদের ক্ষেত্রে মাতৃত্বকালীন ছুটি মেলে নয় মাস । এরপরও চাইল্ড কেয়ার লিভ থাকে আরও দু'বছর । তাই আমরা চাই, আমাদেরও যেন মাতৃত্বকালীন ছুটি দু'বছর করা হয় ।"

হোমগার্ডরা জানান, আজকের মিটিংয়ের পর তাঁদের দাবি-দাওয়া নিয়ে যাবতীয় সিদ্ধান্ত লিখিতভাবে মুখ্যমন্ত্রী ও DG-কে জানানো হবে । তবে আন্দোলনের পরিবর্তে সরকারের কাছে আবদেন-নিবেদনকেই তাঁরা বেশি গুরুত্ব দিচ্ছেন ।

Last Updated : Jul 28, 2019, 9:05 PM IST

ABOUT THE AUTHOR

...view details