হাওড়া, 28 জুলাই : সমকাজে সম বেতনের দাবি তুললেন রাজ্যের হোমগার্ডরা । রাজ্য সম্মেলন উপলক্ষ্যে আজ হাওড়া ময়দানের মেডিকেল ক্লাবে বিভিন্ন জেলার হোমগার্ডরা জমায়েত করেন । অনুষ্ঠান মঞ্চে হোমগার্ডরা দাবি করেন, দীর্ঘদিন ধরে পুলিশের মতো একই কাজ করলেও যাবতীয় সুযোগ-সুবিধা থেকে তাঁরা বঞ্চিত হচ্ছেন ।
রাজ্যে হোমগার্ডের সংখ্যা প্রায় 14 হাজার । তাঁদের আক্ষেপ, বিভিন্ন সুযোগ-সুবিধা থেকে বঞ্চিত হচ্ছেন । হাওড়া জেলা হোমগার্ড কমান্ডান্ট অরুণকুমার দে বলেন, "পুলিশের মতো সমস্ত দায়িত্ব সামলেও কনস্টেবলদের এক চতুর্থাংশ বেতন পাই আমরা । অবসরের পর মাত্র 50 হাজার টাকা পাই । সেই টাকা পেতেও অনেক দেরি হয় । তাই আমরা চাই, অবসরের পর ন্যূনতম 5 লাখ টাকা যেন সরকার থেকে দেওয়া হয় ।"