পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

হাওড়া আদালতের আইনজীবীদের মার খাওয়ার মামলায় শুনানি স্থগিত - KOLKATA HIGH COURT

এই মুহূর্তে যে কোনও নির্দেশ দিলে নির্বাচন কমিশনের সঙ্গে হাইকোর্টের সংঘাত তৈরি হতে পারে । তাই হাওড়া আদালতের ঘটনার পর দোষীদের শাস্তির দাবিতে যে স্বতঃস্ফূর্ত মামলা দায়ের করেছিল হাইকোর্ট, সেই মামলার শুনানি পিছিয়ে গেল আগামী ৮ মে পর্যন্ত।

ফাইল ফোটো

By

Published : May 1, 2019, 9:29 PM IST

কলকাতা, 1 মে : 6 মে হাওড়ার দুটি কেন্দ্রে লোকসভা নির্বাচন । তাই এখন সবই নির্বাচন কমিশনের অধীনে । এই মুহূর্তে কোনও নির্দেশ দিলে সরাসরি নির্বাচনের কমিশনের সঙ্গে হাইকোর্টের সংঘাত তৈরি হতে পারে । তাই আপাতত হাওড়া আদালতের আইনজীবী ও পৌরনিগমের কর্মীদের মারামারি সংক্রান্ত মামলার শুনানি ৮ মে পর্যন্ত স্থগিত রাখার নির্দেশ দিলেন কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি টি বি এন রাধাকৃষ্ণান ।

প্রসঙ্গত, 24 এপ্রিল গাড়ি পার্কিংকে কেন্দ্র করে হাওড়া পৌরনিগমের কর্মী ও হাওড়া আদালতের আইনজীবীদের একাংশের মধ্যে সংঘর্ষ বাধে । দু'পক্ষের মধ্যে তুমুল ইটবৃষ্টি হয় হয়। পরিস্থিতি সামাল দিতে লাঠি চার্জ করে পুলিশ । ঘটনার জেরে আহত হন দু'পক্ষের কমপক্ষে সাতজন । আইনজীবীদের মারধর করার প্রতিবাদে এবং দোষীদের গ্রেপ্তারের দাবিতে ২৫ এপ্রিল থেকে রাজ্য জুড়ে কর্মবিরতি পালন করছেন আইনজীবীরা । প্রশাসনের তরফে এই বিষয়ে তেমন কোনও পদক্ষেপ না নেওয়া হলেও হাইকোর্টের তরফে ২৫ এপ্রিল সন্ধেয় এই ঘটনায় স্বতঃস্ফূর্তভাবে মামলা দায়ের করা হয় । সেই মামলার শুনানিতে ২৯ এপ্রিল সব পক্ষকেই আলাদা ভাবে হলফনামা পেশের নির্দেশ দিয়েছিল প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ । সেই হলফনামা জমা পড়েছে । এরপর আজ সেই মামলার শুনানি আপাতত স্থগিত রাখার নির্দেশ দেন বিচারপতি ।

তবে, আজও হাইকোর্টে কর্মবিরতি অব্যাহত । আইনজীবীরা যোগ দেননি কাজে । আগামীকাল বেলা ৩ টের সময় বার কাউন্সিলের পরবর্তী মিটিং হওয়ার কথা । এখন সবপক্ষই তাকিয়ে কাউন্সিল কী সিদ্ধান্ত গ্রহণ করে সেই দিকে । তবে সমস্যার সমাধান এখনই হবে বলে মনে করছেন না বেশিরভাগ আইনজীবীই ।

ABOUT THE AUTHOR

...view details