পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

নেই পর্যাপ্ত সুরক্ষা কিট, হাওড়ায় আতঙ্ক নিয়েই কাজ আশাকর্মীদের

কোরোনা সংক্রমণ রোধে প্রথমের সারিতে থেকে লড়াই করতে হচ্ছে স্বাস্থ্যকর্মী ও আশাকর্মীদের । কিন্তু তাঁদের পর্যাপ্ত সুরক্ষা সামগ্রী দানের ব্যবস্থা করা হয়নি । আতঙ্ক নিয়েই হাওড়ায় কাজ করতে হচ্ছে আশাকর্মীদের ।

health workers
আশাকর্মী

By

Published : Apr 17, 2020, 3:05 PM IST

হাওড়া, 17 এপ্রিল: লকডাউনের মাঝেও কোরোনা মোকাবিলায় কার্যত দিনরাত এক করে মানুষকে পরিষেবা দিচ্ছেন ডাক্তার,নার্সসহ স্বাস্থ্য ও আশাকর্মীরা । অথচ তাঁদের জন্যই অনেক এলাকায় সঠিক সুরক্ষার বন্দোবস্ত নেই বলে অভিযোগ উঠেছে অনেকবার । আবারও একই অভিযোগ তুললেন ডোমজুড় ও সাঁকরাইল ব্লকের মৌরি ও দুইল্যা গ্রাম পঞ্চায়েতে কাজ করতে আসা আশাকর্মীরা ।

অভিযোগ, পঞ্চায়েত এলাকায় কাজ করতে আসা আশাকর্মী ও অন্যান্য স্বাস্থ্যকর্মীদের জন্য স্বাস্থ্য বিভাগের তরফে ব্যবস্থা করা হয়নি পর্যাপ্ত হ্যান্ড স্যানিটাইজ়ারের । নেই মাস্কও । প্রায় 50-এরও বেশি আশাকর্মী ও স্বাস্থ্যকর্মীরা নিজের জীবন বাজি রেখে কোরোনার বিরুদ্ধে লড়াই চালিয়ে যাচ্ছেন ওই এলাকাগুলিতে । তাঁদের দাবি, প্রত্যেকের জন্য পর্যাপ্ত মাস্ক, স্যানিটাইজ়ারের ব্যবস্থা করতে হবে । তাঁরা ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে এই বিষয়ে লিখিত আবেদন জানিয়েছেন । কিন্তু এখনও পর্যন্ত কোনও পদক্ষেপ করা হয়নি কর্তৃপক্ষের তরফে । স্বাস্থ্যকর্মী সুপর্ণা বাড়ুই জানিয়েছেন, তাঁরা নিজেদের টাকা দিয়েই মাস্ক, হ্যান্ড সনিটাইজ়ার কিনেছেন । সেগুলো দিয়েই তাঁরা কাজ চালাচ্ছেন । স্বাস্থ্য বিভাগেরর পক্ষ থেকে এখনও কোনও ব্যবস্থা নেওয়া হয়নি । একবার ব্যবহার যোগ্য মাস্ক পরেই তাঁদের কাজ করতে হচ্ছে ।

অপর এক স্বাস্থ্যকর্মী প্রণতি রায় বলেন, "আমাদের ফিল্ডে যেতে হয় । কোরোনা সংক্রমিত রোগীদের সংস্পর্শে আসা ব্যক্তিদেরও সংস্পর্শে আসতে হয় । তাই ঝুঁকি অনেকটাই । স্বাস্থ্য বিভাগ থেকে সেক্টর পিছু মাত্র একটা করে হ্যান্ড স্যানিটাইজ়ার দেওয়া হয়েছে । এদিকে আমাদের যখন তখন বেরতে হচ্ছে । লোকদের বাড়ি যেতে হচ্ছে । তাই নিজেরাই মাস্ক ও স্যানিটাইজ়ারের ব্যবস্থা করেছি । শুধুমাত্র সেক্টর অফিসে পৌঁছে হাত স্যানিটাইজ় করা সম্ভব নয় । বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে জানানো হয়েছে । কিন্তু ব্লক কর্তৃপক্ষ এখনও পর্যন্ত কোনও ব্যবস্থা নেয়নি ।"

ABOUT THE AUTHOR

...view details