পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

CV Ananda Bose at Howrah Station: বন্দে ভারতে যান্ত্রিক ত্রুটি, হাওড়া স্টেশনে এক ঘণ্টা অপেক্ষায় রাজ্যপাল ! - বন্দে ভারতে যান্ত্রিক ত্রুটি

বন্দে ভারত এক্সপ্রেসে যান্ত্রিক ত্রুটি ৷ আর তার জেরে বাতিল ট্রেন ৷ এর ফলে হাওড়া স্টেশনে গিয়ে এক ঘণ্টা অপেক্ষা করতে হল রাজ্যপাল সিভি আনন্দ বোসকে ৷

ETV Bharat
হাওড়া স্টেশনে রাজ্যপাল সিভি আনন্দ বোস

By ETV Bharat Bangla Team

Published : Aug 25, 2023, 9:48 AM IST

Updated : Aug 25, 2023, 12:01 PM IST

হাওড়া-এনজেপি বন্দে ভারত এক্সপ্রেস বাতিল হওয়ায় হাওড়া স্টেশনে এক ঘণ্টা অপেক্ষা করতে হল রাজ্যপাল সিভি আনন্দ বোসকে

হাওড়া, 25 অগস্ট: বন্দে ভারত এক্সপ্রেসে যান্ত্রিক ত্রুটির জেরে বাতিল ট্রেন ৷ সেই জন্যে স্টেশনে এক ঘণ্টা অপেক্ষা করে রইলেন রাজ্যপাল সিভি আনন্দ বোস ৷ তাঁর গন্তব্য ছিল মালদা ৷ তাঁরও ওই বন্দে ভারত এক্সপ্রেসেই যাওয়ার কথা ছিল ৷

এদিকে বন্দে ভারত এক্সপ্রেস বাতিলকে কেন্দ্র করে হাওড়া স্টেশনে বিক্ষোভে নামেন যাত্রীরা। শুক্রবার সকালে হাওড়া-এনজেপি বন্দে ভারত এক্সপ্রেসে যান্ত্রিক ত্রুটিকে কেন্দ্র করে হাওড়া স্টেশনে তুমুল যাত্রী বিক্ষোভের ঘটনা ঘটে ৷ বিক্ষোভ সামাল দিতে শেষ পর্যন্ত যুব এক্সপ্রেস যাত্রীদের নিয়ে রওনা দেয় ৷

সূত্রের খবর, বন্দে ভারত এক্সপ্রেসে যান্ত্রিক ত্রুটি দেখা দেওয়ায় ট্রেন বাতিল করে পূর্ব রেল ৷ এতে স্টেশনেই আটকে পড়েন যাত্রীরা ৷ এরপর স্টেশনেই শুরু হয় যাত্রী বিক্ষোভ ৷ বিক্ষোভ সামাল দিতে ঘটনাস্থলে আসেন পূর্ব রেলের আধিকারিকরা ৷ যাত্রীদের সঙ্গে কথা বলে তাঁদের ক্ষোভ প্রশমিত করে শেষমেশ যুবা এক্সপ্রেস হাওড়া স্টেশনে তুলে দেওয়া হয়। তাঁদের নিয়ে যাত্রা শুরু করে ট্রেন ৷

আরও পড়ুন: মিজোরামে রেলসেতু ভেঙে মৃত বেড়ে 23, সবাই মালদার

অন্যদিকে, এদিন সকালেই মালদায় যাচ্ছিলেন রাজ্যপাল সিভি আনন্দ ৷ সম্প্রতি মিজোরামে নির্মীয়মান রেল ব্রিজ ভেঙে বাংলার 24 জন শ্রমিকের মৃত্যু হয়েছে ৷ ভোর 5.55 মিনিটে হাওড়া থেকে বন্দে ভারত এক্সপ্রেসে মালদা যাওয়ার কথা ছিল রাজ্যপালের ৷ তিনিও হাওড়া-এনজেপি বন্দে ভারত এক্সপ্রেসেই রওনা দেবেন, এমনটাই কথা ছিল ৷ কিন্তু যান্ত্রিক ত্রুটির কারণে তা বাতিল হয়ে যায় ৷ তিনিও স্টেশনে অপেক্ষা করেন ৷ এক ঘণ্টা পর 6.50 মিনিটে 7 নম্বর প্ল্যাটফর্ম থেকে যুব স্পেশাল ট্রেনে মালদার উদ্দেশ্যে রওনা দেন রাজ্যপাল সিভি আনন্দ বোস ৷

জানা গিয়েছে, বন্দে ভারতের মতো বিশেষ ট্রেনে সেই মানের পরিষেবা দেওয়া হয়নি ৷ এই অভিযোগে হাওড়া স্টেশনে যাত্রীরা বিক্ষোভ দেখান ৷ প্রিমিয়াম ট্রেনের টিকিট কেটেও যাত্রীদের সাধারণ আইসিএফ মানের কোচের ট্রেন কেন দেওয়া হয়েছে তা নিয়েও প্রশ্ন তোলা হয়েছে ৷

যাত্রীদের অভিযোগ, এই স্পেশাল ট্রেনে জল ছিল না ৷ একাধিক বগিতে শীতাতপ নিয়ন্ত্রিত যন্ত্র কাজ করছিল না ৷ শুক্রবার সকালে রেলের আধিকারিকদের সঙ্গে রীতিমতো বচসা বাধে যাত্রীদের ৷ তাদের দাবি, বন্দে ভারতের বিকল্প ট্রেন বলা হলেও ওই ট্রেনে বন্দে ভারতের মতো সুযোগ-সুবিধা নেই ৷ এই যাত্রী বিক্ষোভের মধ্যে পড়েন রাজ্যপাল ৷ প্রায় 1 ঘণ্টা পর হাওড়া থেকে ছাড়ে যুবা এক্সপ্রেস ৷ বন্দে ভারতের বহু যাত্রী এই ট্রেনে উঠলেও অনেক যাত্রীই যুবা এক্সপ্রেসে ওঠেনি ৷

পরিস্থিতি সামাল দিতে পূর্ব রেলের তরফে জানান হয়, যাত্রী নিরাপত্তার সঙ্গে কোনওভাবেই আপস করা হবে না ৷ নির্ধারিত রুটের বন্দে ভারত এক্সপ্রেসে যান্ত্রিক ত্রুটি দেখা দিয়েছে ৷ ওই ট্রেন চালানো যাচ্ছে না ৷ তাই যুবা ভারত স্পেশাল ট্রেন দেওয়া হয়েছে ৷ তাতে বন্দে ভারতের খাবারই থাকবে যাত্রীদের জন্য ৷ রেলের পক্ষ থেকে জানানো হয়েছে, বন্দে ভারত এক্সপ্রেসটি পরীক্ষা করে ইঞ্জিনের গিয়ার ফাংশনে কিছু সমস্যা ধরা পড়েছে ৷ যান্ত্রিক ত্রুটি থাকাতেই বিকল্প হিসেবে এই স্পেশাল ট্রেন পাঠানো হয়েছে ৷ রেলের আধিকারিকদের দাবি, বন্দে ভারতে যে সব সুযোগ সুবিধা রয়েছে, তার সবই পাওয়া যাবে এই ট্রেনে ৷ ট্রেনের গতিও একই থাকবে ৷

আরও পড়ুন: র‍্যাগিং রুখতে প্রযুক্তির খোঁজে ইসরোকে ফোন রাজ্যপালের, কী জবাব এল ?

উল্লেখ্য, চলতি বছরের জুন মাসে হাওড়া-নিউ জলপাইগুড়ি রুটে যাওয়ার সময়েও বন্দে ভারত ট্রেনে সমস্যা দেখা দেয় ৷ হাওড়া থেকে ছাড়ার পর দীর্ঘক্ষণ বন্দে ভারত এক্সপ্রেসের 4টি কামরার এসি কাজ করেনি ৷ বোলপুর স্টেশনে ট্রেন থামতেই যাত্রীরা ক্ষোভ উগরে দেন ৷ হাওড়া স্টেশন থেকে নিউ জলপাইগুড়ির দিকে ট্রেন বেশ কিছুটা যাওয়ার পর এসি পরিষেবা স্বাভাবিক হয় বলে জানিয়েছেন যাত্রীরা ৷

Last Updated : Aug 25, 2023, 12:01 PM IST

ABOUT THE AUTHOR

...view details