পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

Eid ul-Fitr 2023: খুশির ঈদে দুই জেলার অগ্নিকাণ্ড, নেমে এল বিষাদের ছায়া

খুশির ঈদে হাওড়া ও মুর্শিদাবাদে বিক্ষিপ্ত আগুনে ছন্দপতন ৷ আনন্দ নিমেষে বদলে গেল বিষাদে ৷ হাওড়ার উলুবেড়িয়া ও মুর্শিদাবাদে অগ্নিকাণ্ডের ঘটনাটি ঘটেছে ৷

Etv Bharat
ঈদে দুই জেলার অগ্নিকাণ্ড

By

Published : Apr 22, 2023, 10:25 PM IST

হাওড়া ও মুর্শিদাবাদ, 22 এপ্রিল: একমাসের রমজানের পর রাজ্যে শনিবার পালিত হচ্ছে ঈদ। আজ সকালে নামাজ পড়ে কোলাকুলি করে সৌহার্দ্য বিনিময়ের মধ্য দিয়ে ঈদ পালন করছে সমস্ত মুসলিম সম্প্রদায়ের মানুষ। কিন্তু তার মধ্যে দুটি জেলায় আগুন লাগার ঘটনায় কিছুটা হলেও খুশির ঈদ ম্লান হয়েছে ৷ এদিনই হাওড়ার উলুবেড়িয়াতে ঘটল মর্মান্তিক অগ্নিকাণ্ডের ঘটনা । পাশাপাশি এদিন সকালে মুর্শিদাবাদের ডোমকলের মালতিপুর একটি অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে ৷ মহিদুল মণ্ডলের বাড়িতে আগুন লাগে ।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, উলুবেড়িয়ার নিমদিঘি এলাকাতে ঘটে এই ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনাটি ঘটেছে । প্রাথমিকভাবে অনুমান করা শর্ট সার্কিট থেকেই এই আগুন লাগে ৷ বাসিন্দারা জানান, প্রথমে জমা করে রাখা হোগলায় পাতার স্তূপে আগুন লাগে । হাওয়ার দাপটে সেই আগুন মুহূর্তের মধ্যে ছড়িয়ে পড়ে এলাকায় । আশেপাশের বেশ কয়েকটি বাড়িতেও আগুন ধরে যায় । ওই এলাকাতে একটি মেলা চলছিল । সেই মেলাতেও আগুন ছড়িয়ে পড়ে । দ্রুত আগুনের গ্রাসে চলে যায় বাড়ি ও মেলার দোকান ৷

খবর পেয়ে ঘটনাস্থলে দমকলের দু‘টি ইঞ্জিন এসে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা চালায় । যদিও স্থানীয় বাসিন্দাদের অভিযোগ দমকলের গাড়ি অনেক দেরিতে আশায় আগুন আরও তীব্র আকার ধারণ করে । স্থানীয় বাসিন্দা শেখ রেজাবুল জানান, প্রাথমিকভাবে মনে হচ্ছে শর্ট সার্কিট থেকেই এই ঘটনা ঘটেছে ।

আরও পড়ুন:তিলজলায় তেলের ট্যাঙ্কারে পড়ে মৃত্যু দুই শ্রমিকের

এদিন মুর্শিদাবাদের ডোমকলেও একটি বাড়িতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে ৷ ডোমকলের মালতিপুর মহিদুল মণ্ডলের বাড়ির রান্নাঘরে আগুন লাগে ৷ দ্রুত সেই আগুন ছড়িয়ে পড়ে ৷ পার্শ্ববর্তী আরও কয়েকটি বাড়িতে আগুন ছড়িয়ে পড়ে ৷ আগুনের কড়াল গ্রাসে ছাই হয়ে যায় বাড়িগুলি ৷ তবে ঘটনায় কোনও প্রাণহানি ঘটেনি ৷ রান্নার উনুন থেকে আগুন লেগে যায় বলে অনুমান । নিমেষে ছড়িয়ে পড়ে আগুন ৷ পুড়ে যায় তিনটি বাড়ি । দমকলের একটি ইঞ্জিন পৌঁছে আগুন নিয়ন্ত্রনে আনে । তবে খুশির ঈদে হঠাৎ অগ্নিকাণ্ডের ঘটনায় আনন্দ বদলে যায় বিষাদে ৷

ABOUT THE AUTHOR

...view details