হাওড়া ও মুর্শিদাবাদ, 22 এপ্রিল: একমাসের রমজানের পর রাজ্যে শনিবার পালিত হচ্ছে ঈদ। আজ সকালে নামাজ পড়ে কোলাকুলি করে সৌহার্দ্য বিনিময়ের মধ্য দিয়ে ঈদ পালন করছে সমস্ত মুসলিম সম্প্রদায়ের মানুষ। কিন্তু তার মধ্যে দুটি জেলায় আগুন লাগার ঘটনায় কিছুটা হলেও খুশির ঈদ ম্লান হয়েছে ৷ এদিনই হাওড়ার উলুবেড়িয়াতে ঘটল মর্মান্তিক অগ্নিকাণ্ডের ঘটনা । পাশাপাশি এদিন সকালে মুর্শিদাবাদের ডোমকলের মালতিপুর একটি অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে ৷ মহিদুল মণ্ডলের বাড়িতে আগুন লাগে ।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, উলুবেড়িয়ার নিমদিঘি এলাকাতে ঘটে এই ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনাটি ঘটেছে । প্রাথমিকভাবে অনুমান করা শর্ট সার্কিট থেকেই এই আগুন লাগে ৷ বাসিন্দারা জানান, প্রথমে জমা করে রাখা হোগলায় পাতার স্তূপে আগুন লাগে । হাওয়ার দাপটে সেই আগুন মুহূর্তের মধ্যে ছড়িয়ে পড়ে এলাকায় । আশেপাশের বেশ কয়েকটি বাড়িতেও আগুন ধরে যায় । ওই এলাকাতে একটি মেলা চলছিল । সেই মেলাতেও আগুন ছড়িয়ে পড়ে । দ্রুত আগুনের গ্রাসে চলে যায় বাড়ি ও মেলার দোকান ৷