পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

Chamrail Wax Factory Fire : হাওড়ার মোম-কারখানায় বিধ্বংসী আগুন, দমকল দেরিতে আসায় ক্ষোভ স্থানীয়দের

ভয়াবহ আগুন নেভানোর জন্য মাত্র 5টি ইঞ্জিন আসে (Chamrail Wax Factory Fire) । পরে আরও দু'টি ইঞ্জিন আসে, যা নিয়ে দফায় দফায় বিক্ষোভ দেখান স্থানীয়রা ৷

Chamrail Wax Factory
হাওড়ার মোম-কারখানায় আগুন

By

Published : Dec 14, 2021, 7:50 AM IST

হাওড়া, 14 ডিসেম্বর : হাওড়ার চামরাইল এলাকার মোম কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ড (Fire breaks out at wax factory at Chamrail) । কারখানায় প্রচুর দাহ্য পদার্থ মজুদ ছিল, ফলে দ্রুত আগুন ছড়িয়ে পড়ে ৷ দমকলসূত্রে জানা গিয়েছে, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে এই আগুন লাগার ঘটনা ঘটেছে ৷

দমকলের 7টি ইঞ্জিনের ঘণ্টাখানেকের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে । কারখানার ভিতরে প্রচুর পরিমানে মোম-জাতীয় দাহ্য পদার্থ রাখা ছিল । সেই থেকেই আগুন আরও বিধ্বংসী রূপ নিয়েছে বলে জানান স্থানীয় বাসিন্দারা ৷ স্থানীয় বাসিন্দা তপন সাহা জানান, আগুন দেখে তিনিই প্রথম লিলুয়া ট্রাফিক গার্ডে ফোন করেন । এরপরে দমকলকে খবর দেন । কিন্তু খবর পাওয়ার অনেক দেরিতে দমকল আসে বলে অভিযোগ । দমকল দেরিতে আসার কারণে আগুন আরও ভয়াবহ আকার ধারণ করে ।

দমকলের 7টি ইঞ্জিনের ঘণ্টাখানেকের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে

আরও পড়ুন :কারখানায় ভয়াবহ আগুন, কয়েক লক্ষ টাকার ক্ষতি

আগুনে পুড়ে কত টাকার ক্ষতি হয়েছে তা এখনও স্পষ্ট নয় । পাশাপাশি ওই কারখানাতে অগ্নিনির্বাপন ব্যবস্থা নির্দেশিকা অনুযায়ী ঠিক ছিল কিনা সেটাও তদন্ত করে দেখবে দমকল ৷ কয়েকঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে ৷

ABOUT THE AUTHOR

...view details