পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

কলকাতায় চালু হচ্ছে ফেরি পরিষেবা - ফেরি পরিষেবা

1 জুন থেকে শুরু হচ্ছে কলকাতা ও সংলগ্ন জেলার সমস্ত জায়গার ফেরি পরিষেবা । সারফেস ট্রান্সপোর্ট ও হুগলি নদী জলপথ পরিবহন সমবায় সমিতির তরফে চালানো হবে ভেসেল ।

1 জুন থেকে চালু হচ্ছে ফেরি পরিষেবা
1 জুন থেকে চালু হচ্ছে ফেরি পরিষেবা

By

Published : May 29, 2020, 10:44 PM IST

হাওড়া, 29 মে : লকডাউন কিছুটা শিথিল হওয়ায় রাস্তায় বের হতে শুরু করেছে সাধারণ মানুষ । লোকাল ট্রেন না চললেও চলছে বাস । এবার যাত্রীদের সুবিধার কথা মাথায় রেখে চালু হচ্ছে লঞ্চ পরিষেবা । 1 জুন থেকে শুরু হচ্ছে কলকাতা ও সংলগ্ন জেলার সমস্ত জায়গার ফেরি পরিষেবা । সারফেস ট্রান্সপোর্ট ও হুগলি নদী জলপথ পরিবহন সমবায় সমিতির তরফে চালানো হবে ভেসেল ।

ফেরি পরিষেবা শুরু হলেও বেশ কিছু বিধিনিষেধ রাখা হচ্ছে কোরোনা সংক্রমণ ঠেকাতে । যার মধ্যে উল্লেখযোগ্য, ভেসেলের যা ধারণ ক্ষমতা তার 40 শতাংশ যাত্রী নিয়ে চালানো হবে লঞ্চগুলিকে । পাশাপাশি লঞ্চে ওঠার ক্ষেত্রে বাধ্যতামূলক করা হয়েছে মাস্ক । কেউ মাস্ক না পরে থাকলে তাকে লঞ্চে উঠতে দেওয়া হবে না বলেও জানানো হয়েছে । জলসাথী এবং লস্কর কর্মী যাঁরা রয়েছেন, তাঁদের দায়িত্ব দেওয়া হয়েছে যাত্রীসংখ্যা এবং মাস্কের বিষয়গুলির উপর নজর দেওয়ার জন্য ।

হুগলি নদীর জলপথ পরিবহন সমবায় সমিতির অ্যাডমিনিস্ট্রেটর আমানুল ইলাল জানান, "এই মুহূর্তে বেশ কয়েকটি রুটে লঞ্চ চালু করছে হুগলি নদী জলপথ পরিবহন সমবায় সমিতি । যার মধ্যে থাকছে হাওড়া-বাগবাজার (ভায়া আহিরিটোলা,শোভাবাজার), হাওড়া-চাঁদপাল ঘাট (ভায়া ফেয়ারলি, রামকৃষ্ণপুর- চাঁদপাল ঘাট), নাজিরগঞ্জ-মেটিয়াব্রুজ এবং নুরপুর-গাদিয়াড়া । প্রতিটি রুটে এক ঘণ্টা অন্তর লঞ্চ চালানো হবে ।" পাশাপাশি তিনি আরও জানান, ভেসেল চলার সময় ঠিক হয়েছে সকাল 8 টা থেকে সন্ধ্যা 6 টা । নির্ধারিত সময়ের বাইরে আর কোনও লঞ্চ চলবে না । কর্মীরা কাজ করবেন সকাল 7টা থেকে সন্ধ্যা 7টা ।

যে সমস্ত রুটগুলিতে লঞ্চ চালু হচ্ছে তার মধ্যে বাগবাজার রুটে চলবে দু'টি লঞ্চ, হাওড়া-রামকৃষ্ণপুর ভায়া ফেয়ারলি রুটে একটি লঞ্চ, নাজিরগঞ্জ-মেটিয়াব্রুজ রুটে একটি লঞ্চ, রামকৃষ্ণপুর-চাঁদপাল রুটে চলবে একটি লঞ্চ । আমানুল ইলাল আরও জানান, "প্রশাসনিক সহযোগিতায় টিকিট কাউন্টার থেকে লঞ্চ সমস্তটাই স্যানিটাইজ়েশনের কাজ হয়েছে । লঞ্চের ভিতরে যাতে সামাজিক দূরত্ব বজায় থাকে সেদিকে কড়া নজর থাকবে আমাদের ।"

ABOUT THE AUTHOR

...view details