উলুবেড়িয়া, 16 অগস্ট: মঙ্গলবার সকালে কাজ চলার সময় উলুবেড়িয়া পৌরসভার ডাম্পিং গ্রাউন্ড থেকে উদ্ধার হয় 18টি ভ্রূণ (Fetuses Recovered at Uluberia)। ঘটনার কথা জানাজানি হতেই তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। ঘটনাস্থলে এসে উপস্থিত হন বহু মানুষ। সূত্রের খবর, পৌরসভার ভাগাড়ে আবর্জনার মধ্যে পড়ে ছিল একটি বস্তা। সেই বস্তা থেকেই ভ্রূণগুলি উদ্ধার হয়েছে ৷
উলুবেড়িয়ায় পৌরসভার 31 নম্বর ওয়ার্ডের এই ভাগাড় থেকে আগেও এমন অভিযোগ সামনে এসেছে ৷ কিন্তু প্রশাসনকে বারংবার অভিযোগ জানিয়েও কোনও লাভ হয়নি। এদিন ভাগাড়ে কর্মরত কর্মীরা দেখেন একটি বস্তার ভিতর থেকে ভ্রূণগুলি টেনে নিয়ে যাচ্ছে একদল কুকুর। জানতে পেরে ঘটনাস্থলে উপস্থিত হয় উলুবেড়িয়া থানার পুলিশ। ঘটনায় অভিযোগের তির আশেপাশের বেসরকারি নার্সিংহোমের দিকেই ।
এই খবর দাবানলের মতো ছড়িয়ে পড়তেই উত্তেজিত হয়ে ওঠেন এলাকার বাসিন্দারা। তাদের অভিযোগ, প্লাস্টিকের বোতলে ভরে ভ্রূণ ফেলে দেওয়া হয় ওই ডাম্পিং গ্রাউন্ডে। আরও অভিযোগ, দীর্ঘদিন ধরেই এই ঘটনা ঘটছে। 31 নম্বর ওয়ার্ডের পৌর প্রতিনিধি ইমানুর রহমান ঘটনাস্থলে গেলে তাঁকে ঘিরেও বিক্ষোভ দেখান বাসিন্দারা।
উলুবেড়িয়ায় পৌরসভার ভাগাড় থেকে উদ্ধার 18টি ভ্রূণ আরও পড়ুন:প্রথম সিন্থেটিক ভ্রূণ আবিষ্কারে বৈজ্ঞানিক অগ্রগতির নৈতিকতা প্রশ্নের মুখে
স্থানীয় বাসিন্দা সেলিম অভিযোগ করে বলেন, "তাঁরা এখানে ভাগাড় করেননি। এখানে যে কর্মীরা কাজ করেন তাঁরা ঘুষ খেয়ে কাজগুলো করেন। আশেপাশের হাসপাতাল, নার্সিংহোম থেকে ভ্রূণগুলো এখানে ফেলে দেওয়া হয়। গন্ধে তারা টিকতে পারেন না। ভ্রূণ হত্যা নিষিদ্ধ হওয়া সত্ত্বেও উলুবেড়িয়ার নার্সিংহোমগুলিতে রমরমিয়ে চলছে সেই সব বেআইনি কাজ। এদিনের উদ্ধার হওয়া ভ্রূণগুলি পুলিশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য উলুবেড়িয়া মহকুমা হাসপাতালে পাঠিয়েছে।