হাওড়া, 7 নভেম্বর: দুয়ারে সরকারের পর এবার দুয়ারে চিকিৎসক (Duyare Doctor Service) ৷ সোমবার তৃণমূল কংগ্রেসের নেতা অভিষেক বন্দোপাধ্যায়ের জন্মদিনেকেই বেছে নিয়ে এই পরিষেবার সূচনা হল শিবপুর বিধানসভা কেন্দ্রের তৃণমূল যুব কংগ্রেসের নেতৃত্ব।
আজ তৃণমূল কংগ্রেসের শীর্ষনেতা অভিষেক বন্দোপাধ্যায়ের জন্মদিন ৷ কেক কেটে জন্মদিন পালনের পাশাপাশি এদিন দুয়ারে চিকিৎসা পরিষেবা চালু করল হাওড়া শিবপুর বিধানসভা কেন্দ্রের তৃণমূল যুব কংগ্রেসের নেতৃত্বরা ৷ চিকিৎসকদের সঙ্গে নিয়ে এলাকার মানুষদের স্বাস্থ্য সংক্রান্ত খবরাখবর নেন তাঁরা। শিবপুর বিধানসভা তৃণমূল যুব কংগ্রেসের সভাপতি সুপ্রভাত মশাট জানান, এই প্রকল্পের মাধ্যমে তাঁরা এলাকার বাসিন্দাদের পাশে থাকবেন। দু’টি মেডিক্যাল কলেজ থেকে তাঁরা চিকিৎসকদের সঙ্গে কথা বলে তাঁদেরকে আহ্বান জানিয়েছেন। এলাকার প্রতিটি ওয়ার্ডে ও বুথ ভিত্তিতে তাঁরা মানুষের বাড়ি পৌঁছে বাসিন্দাদের স্বাস্থ্যের খুঁটিনাটির খবর নেবেন।
এই প্রকল্পে অংশগ্রহনকারী চিকিৎসক অভিজিৎ দাস জানান, তৃণমূলের পক্ষ থেকে এক অভিনব অনুষ্ঠানের নেওয়া হয়েছে। এতে সাধারণ মানুষকে ডেঙ্গি ও ম্যালেরিয়া থেকে কিভাবে সুরক্ষিত থাকা যায় সেই বিষয়ে আরও সতর্ক করা সম্ভব হবে। যেকোনও রাজনৈতিক দল তাঁদের ডাকলে অবশ্যই তাঁরা এই ধরণের কর্মসূচিতে অংশ নেবেন।