পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

19 বছর পর নাটমন্দিরে ফিরছে বেলুড় মঠের দুর্গাপুজো, থাকছে না দর্শনার্থী - durga pujo

কোরোনার জেরে এবছর নজিরবিহীনভাবে আয়োজন করা হচ্ছে বেলুড় মঠের দুর্গাপুজো । 119 বছরে এই প্রথম দর্শনার্থীদের ছাড়াই সেখানে মা দুর্গার আরাধনা করা হবে । সেই সঙ্গে এবছর পুজো ফিরছে নাট মন্দিরে ।

বেলুড় মঠ
বেলুড় মঠ

By

Published : Oct 16, 2020, 6:43 PM IST

বেলুড়, 16 অক্টোবর : কোরোনা কোপে অনেকদিন আগেই বন্ধ হয়েছে বেলুড় মঠের দরজা । এরই মাঝে এসে গিয়েছে দুর্গাপুজো । বেলুড় মঠের দুর্গাপুজোর সুখ্যাতি বিশ্বব্যাপী । বিশেষত সেখানকার কুমারী পুজো । এই পুজো দেখতে পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে় ভক্তরা আসেন বেলুড় মঠে । কিন্তু, কোরোনার জেরে এবছর সেই আড়ম্বরে ছেদ পড়তে চলেছে । 119 বছরে এই প্রথম দর্শনার্থীহীন ভাবে মা দুর্গার আরাধনার প্রস্তুতি শুরু হয়েছে মঠে । সেই সঙ্গে 19 বছর পর পুরানো মন্দির অর্থাৎ বেলুড় মঠের পশ্চিমের নাটমন্দিরে ফিরছে দুর্গাপুজো ।

মূলত 1901 থেকে 1941 সাল পর্যন্ত ঠাকুরঘর এবং অফিসের মাঝে ফাঁকা অংশে হোগলা ছাউনি করে পুজোর আয়োজন করা হত । 1942 সাল থেকে তা চলে আসে পশ্চিমের নাটমন্দিরে । কিন্তু ক্রমশ দর্শনার্থী এবং ভক্ত সমাগম বাড়তে থাকায় 2001 সালে পুজো মূল মন্দিরের পাশের একটি মাঠে স্থানান্তর করা হয় । কিন্তু এবছর ফের নাটমন্দিরে উঠে আসছে পুজো । শুধু তাই নয়, বদল হচ্ছে আরও একাধিক বিষয়ে ।

কোরোনা প্রভাব বেলুড় মঠের দুর্গাপুজোতেও

শুধু পুজোর স্থান পরিবর্তনই নয় । প্যানডেমিকের জেরে এবছর পুজোয় কোনও দর্শনার্থী বেলুড় মঠে প্রবেশ করতে পারবেন না । তেমনই কোনও প্রকার প্রসাদ বিতরণ করা হবে না মঠের তরফে । ইতিমধ্যে রাজ্যের একাধিক রামকৃষ্ণ মিশনে এবছর বন্ধ রাখা হয়েছে কুমারী পুজো । তবে বেলুড় মঠে যথা নিয়মেই হবে এই পুজো । বেলুড় মঠের স্বামী জ্ঞানব্রতানন্দ মহারাজ জানিয়েছেন, কুমারী পুজোর ক্ষেত্রে নেওয়া হচ্ছে একাধিক সতর্কতা । ভক্ত ও দর্শনার্থীরা প্রবেশ করতে পারবেন না এই পুজোতেও । কুমারী মা ও তার পরিবারের সদস্যদের কোরোনা পরীক্ষা করা হবে । প্রতিবছর কুমারীকে সন্ন্যাসীরা কোলে করে পুজোর মঞ্চে নিয়ে আসেন । এবছর কুমারীর পরিবারের সদস্যরাই তাকে নিয়ে আসবেন মঞ্চে । এমনকী তাকে সাজানোর যা প্রক্রিয়া সবটাই করবেন তার পরিবারের লোকজন ।

ABOUT THE AUTHOR

...view details