পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

Dilip Ghosh over Ram Navami: 'ইদে দু'দিন ছুটি দেন, রামনবমীতে ধরনা দিচ্ছেন', মমতাকে কটাক্ষ দিলীপের - ভগবান রামচন্দ্র আদর্শ রাজা

আজ রামনবমীতে মুখ্যমন্ত্রীকে আক্রমণ করতে ছাড়লেন না বিজেপি নেতা দিলীপ ঘোষ ৷ হাওড়ায় একটি প্রাচীন মন্দিরে পুজো দিত এসে তিনি অভিযোগ করেন মমতা বন্দ্যোপাধ্যায়ের হিন্দু ধর্মের প্রতি ভালোবাসা মিথ্যা (Dilip Ghosh alleges against Mamata Banerjee over Ram Navami day) ৷

Dilip Ghosh
রামনবমীতে দিলীপ ঘোষ

By

Published : Mar 30, 2023, 1:29 PM IST

Updated : Mar 30, 2023, 2:01 PM IST

হাওড়ায় রামরাজাতলায় রামনবমীতে পুজো দিলেন দিলীপ ঘোষ

রামরাজাতলা (হাওড়া), 30 মার্চ: আজ রামনবমী ৷ সকালেই দেশবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷ বৃহস্পতিবার হাওড়ার শিবপুরে রামরাজতলায় রামমন্দিরে পুজো দিলেন বিজেপির সহ-সভাপতি দিলীপ ঘোষ ৷ এখানে সাংবাদিকরা তাঁকে ঘিরে ধরে ৷ মমতা বন্দ্যোপাধ্যায়কে কটাক্ষ করে বলেন, "মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ইদে দু'দিন ছুটি দেন (Dilip Ghosh alleges Mamata Banerjee shows fake love for Hindus) ৷ রামনবমীতে ছুটি দেননি, উলটে ধরনায় বসে আছেন ৷ তিনি কত হিন্দু ভক্ত ? এদিকে আমাদের গঙ্গা আরতি করতে না-দিয়ে তিনি করেন ৷ মুখ্যমন্ত্রী কত হিন্দু প্রেমী বোঝা যাচ্ছে ৷ হিন্দুত্বের প্রতি তাঁর ভালোবাসা সবটাই মিথ্যে ৷"

তৃণমূল সুপ্রিমোকে হিন্দু-বিরোধী বলে কটাক্ষ করেন দিলীপ ঘোষ এবং গতকাল একটি টুইটও করেন ৷ খড়্গপুরের বিজেপি সাংসদ এদিন বলেন, "রাম এখানে আছেন, রাম থাকবেন ৷ আমরা রামভক্ত ৷ ভগবান রামচন্দ্র আদর্শ রাজা ছিলেন ৷ তাঁকেই আদর্শ করেছি ৷ রামরাজ্য প্রতিষ্ঠার জন্য আমরা লড়াই করছি ৷ আমরা রাজনীতি করি ৷ রামচন্দ্র ক্ষত্রিয় রাজা ছিলেন, সুপ্রশাসক ছিলেন ৷ রামরাজ্যের কথা গান্ধিজিও বলেছেন, সেটাকে বাস্তবে পরিণত করার জন্য আমরা রাজনীতি করছি ৷"

মমতার ধরনা নিয়ে বিজেপি নেতা বলেন, "জানি না, তিনি কার হয়ে কখন বসেন ৷ এটা তিনিই ঠিক করুন ৷ তিনি যে কখন মুখ্যমন্ত্রী আর কখন নেত্রী, তা বোঝাও যায় না ৷" রামনবমীতে অস্ত্র মিছিল নিয়ে প্রশ্ন উঠলে দিলীপ ঘোষ বলেন, "রামনবমী যার যেমন ইচ্ছে পালন করবে ৷ এই বিষয়ে বলার অধিকার কারও নেই ৷" গত বছরে রামনবমীর মিছিল ঘিরে হাওড়ায় গণ্ডগোল হয়েছিল ৷ এবছর কি তেমনটা হবে ? এ বিষয়ে তিনি আইনশৃঙ্খলার বিষয়টি পুলিশের দায়িত্ব বলে জানিয়ে দেন ৷

দিলীপ ঘোষ আরও বলেন, "রামনবমীর উৎসব সারা দেশে পালন করা হচ্ছে ৷ রাম সকলের হৃদয়ে রয়েছেন ৷ এই রাজ্যেও বিভিন্ন স্থানে রাম নবমীর উৎসব পালন করা হচ্ছে ৷" এদিন পুজো দেওয়া নিয়ে দিলীপ ঘোষ টুইট করেন, "আজ হাওড়ার রামরাজাতলায় 300 বছরের প্রাচীন রাম মন্দিরে পুজো দিলাম ৷ রাম রাজাতলা নামটিও শ্রীরামচন্দ্রের নাম থেকেই দেওয়া হয়েছে ৷ প্রতি বছর এই দিনে লক্ষ লক্ষ মানুষ ভোর থেকে লাইন দেয় পুজো দেওয়া জন্য ৷ দূরদূরান্ত থেকে ভক্তরা এখানে আসেন ৷" আজ রাম নবমীতে হাওড়া শহরের বিভিন্ন প্রান্ত থেকে একধিক মিছিল বের হয় ৷ শহর জুড়ে কড়া পুলিশি নিরাপত্তা রয়েছে ৷ গতবছর রামনবমীর মিছিলকে কেন্দ্র করে ইট বৃষ্টি ও মিছিলে অংশগ্রহণকারীদের মারধরের অভিযোগ উঠেছিল ৷

আরও পড়ুন: 'আরে ও নন্দলাল', মমতার হিন্দি ভিডিয়ো টুইট করে কটাক্ষ শুভেন্দুর

Last Updated : Mar 30, 2023, 2:01 PM IST

ABOUT THE AUTHOR

...view details