পশ্চিমবঙ্গ

west bengal

By

Published : Aug 27, 2020, 3:51 PM IST

ETV Bharat / state

বন্ধ ঘর থেকে উদ্ধার প্রবীণের পচাগলা দেহ, তদন্তে পুলিশ

প্রবীণের পচাগলা দেহ উদ্ধার ৷ তদন্তে নেমেছে পুলিশ ৷ পুলিশের প্রাথমিক অনুমান, সেরিব্রাল স্ট্রোকে মৃত্যু হয়েছে ওই প্রবীণের ৷

deadbody recovered from najirgunj in howrah
বন্ধ ঘর থেকে উদ্ধার প্রবীণের পচাগলা দেহ

সাঁকরাইল, 27 অগাস্ট : বন্ধ ঘর থেকে উদ্ধার প্রবীণের পচাগলা দেহ ৷ মৃতের নাম লক্ষ্মীনারায়ণ দত্ত (70) ৷ ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে নাজিরগঞ্জ তদন্তকেন্দ্র এলাকার হাঁসখালি পোল এলাকায় ৷ সাঁকরাইল থানার পুলিশ তদন্তে নেমেছে ৷ গতকাল মাঝরাতে ওই প্রবীণের বন্ধ ঘর থেকে দুর্গন্ধ বের হতে থাকে ৷ সেইমতো প্রতিবেশীরা নাজিরগঞ্জ তদন্ত কেন্দ্রে খবর দেয় ৷ ঘটনাস্থানে পুলিশ আসে ৷ বন্ধ ঘরের দরজা ভেঙে দেহ উদ্ধার করে ৷ ময়নাতদন্তের জন্য হাওড়া পুলিশ মৃতদেহ মর্গে পাঠায় ৷

পুলিশ সূত্রে জানা গেছে, প্রবীণ লক্ষ্মীনারায়ণ BSNL-র অবসরপ্রাপ্ত অফিসার ছিলেন ৷ চাকরির পাশাপাশি হোমিওপ্যাথি চিকিৎসা করতেন ৷ অবসরের পর কেবল হোমিওপ্যাথি চিকিৎসা করতেন ৷ এলাকার মানুষের কাছে তিনি ডাক্তারবাবু হিসেবে পরিচিত ছিলেন ৷ বন্ধ ঘরের দরজা ভেঙে পুলিশ দেখতে পায়, লক্ষ্মীনারায়ণবাবু খাটের পাশে পড়েছিলেন ৷ তাই দেখে পুলিশের প্রাথমিক অনুমান, সেরিব্রাল স্ট্রোক হওয়ার কারণেই তাঁর মৃত্যু হয়েছে ৷ গোটা ঘটনাটি খতিয়ে দেখছে পুলিশ ৷ ময়নাতদন্তের রিপোর্টের অপেক্ষায় রয়েছে পুলিশ ৷

স্থানীয় বাসিন্দাদের তরফে জানা যায়, দিন দুই আগে লক্ষ্মীনারায়ণবাবুকে দেখতে পাওয়া গিয়েছিল এলাকায় ৷ তারপর থেকে আর দেখা যায়নি ৷ বছর 70-র প্রবীণ লক্ষ্মীনারায়ণ একাই ওই বাড়িতে থাকতেন ৷ ওনার স্ত্রী ও ছেলে পূর্বেই মারা গেছেন ৷ একমাত্র মেয়ে রয়েছে, যিনি বৈবাহিক সূত্রে রায়পুরে রয়েছেন ৷ তার কাছে মাঝেমধ্যে যেতেন ওই প্রবীণ ৷

ABOUT THE AUTHOR

...view details