হাওড়া, 27 জুন : হাওড়া জেলায় ফের বাড়ল কনটেনমেন্ট জোনের সংখ্যা । সার্বিকভাবে হাওড়ায় সংক্রমণ কমলেও, নির্দিষ্ট কিছু এলাকার উর্ধ্বমুখী গ্রাফ চিন্তা বাড়াচ্ছে প্রশাসনের ৷ রাজ্যে সংক্রমণের হার এখন অনেকটাই কম । তবুও, হাওড়া জেলা প্রশাসনের তরফ থেকে বাড়তি সতর্কতামূলক ব্যবস্থা নেওয়ার কথা জানানো হয়েছে ৷ আর সেইমতো গত 16 জুন নতুন করে 18টি কনটেনমেন্ট জোন ঘোষণা করেছিল হাওড়া জেলা প্রশাসন ৷ তার পর আজ ফের নতুন করে কনটেনমেন্ট ও মাইক্রো কনটেনমেন্ট জোন ঘোষণা করা হয়েছে ৷
ঘোষণা মতো হাওড়া জেলাতে কনটেনমেন্ট ও মাইক্রো কনটেনমেন্ট জোনের সংখ্যা বাড়িয়ে 76 করা হয়েছে । শেষ এগারো দিনে আরও 58টি অতিরিক্ত কনটেনমেন্ট জোন বাড়ানো হয়েছে হাওড়ায় ৷ পূর্ব হাওড়ার সদর মহকুমাতে 9টি ও গ্রামীণ হাওড়ার 31টি এলাকাকে মাইক্রো কনটেনমেন্ট জোন করা হয়েছে । পাশাপাশি হাওড়া সদরে আগের 12টি কনটেনমেন্ট জোন বাড়িয়ে 33টি করা হয়েছে । গ্রামীণ হাওড়ার ক্ষেত্রে আগের 6টি কনটেনমেন্ট জোন কমিয়ে 3টি করা হয়েছে প্রশাসনের তরফে । তবে, নতুন ঘোষণায় গ্রামীণ হাওড়ার ক্ষেত্রে উল্লেযোগ্যভাবে বাড়ানো হয়েছে মাইক্রো কনটেনমেন্ট জোনের সংখ্যা । নতুন নির্দেশিকা অনুযায়ী, এই মুহূর্তে হাওড়া সদর এলাকায় 15টি জায়গাকে মাইক্রো কনটেনমেন্ট জোনের আওতায় আনা হয়েছে । যার পর গ্রামীণ হাওড়াতে মাইক্রো কনটেনমেন্ট জোনের সংখ্যা হয়েছে 25।