হাওড়া, 14 মার্চ : কোরোনার জেরে বন্ধ হল শিবপুর IIEST-র পঠন-পাঠন । আজ কর্তৃপক্ষের তরফে একটি সেনেট বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয় । পঠন-পাঠনের পাশাপাশি বন্ধ থাকবে যেকোনও রকমের অনুষ্ঠানও ।
শিবপুর কর্তৃপক্ষ জানিয়েছে, আগামী দু'সপ্তাহের জন্য বন্ধ থাকবে এই শিক্ষা প্রতিষ্ঠান । প্রতিষ্ঠানের ডিরেক্টর পার্থসারথি চক্রবর্তী সাংবাদিকদের জানান, আপাতত সেনেট বৈঠকে এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে । তবে আগামী 10 দিন পর পরিস্থিতি পর্যালোচনা করা হবে । পর্যালোচনায় যে ফল পাওয়া যাবে তার ভিত্তিতে নেওয়া হবে পরবর্তী সিদ্ধান্ত ।
তিনি আরও জানান, দোলের ছুটিতে যে সমস্ত পড়ুয়া বাইরে গিয়েছেন তাঁদের এই মুহূর্তে কলেজে না ফেরার নির্দেশ দেওয়া হয়েছে । তাঁরা কবে ফের কলেজে আসবেন,তা পরে জানিয়ে দেওয়া হবে । অন্যদিকে, যে সমস্ত পড়ুয়ারা এখনও হোস্টেলে রয়েছে তাঁদের হস্টেল খালি করার কোনও নির্দেশিকা দেওয়া হয়নি । তবে কোনও ছাত্র-ছাত্রী সাবধানতা অবলম্বনের জন্য যদি নিজের বাড়িতে যেতে চায় তবে তা মঞ্জুর করা হবে ।
বন্ধ হল শিবপুর IIEST-র পঠন-পাঠন আগামী 15 দিন সমস্ত রকম পড়াশোনা বন্ধ থাকবে তা পূরণ করা হবে অনলাইনে । যে সমস্ত শিক্ষকরা চাইবেন তারা অনলাইনে পড়াতে পারবেন । যদি কারও পক্ষে সম্ভব না হয় সে ক্ষেত্রে পরবর্তীতে অতিরিক্ত ক্লাস দেওয়া হবে । যে সমস্ত ছাত্র-ছাত্রীরা কলেজের হস্টেলে রয়েছেন, তাঁদের স্বাস্থ্যের প্রতি নজর রাখছে কলেজের মেডিকেল টিম । শুধুমাত্র পঠন-পাঠন বন্ধ রাখা নয়, খেলাধুলা ও সাংস্কৃতিক অনুষ্ঠানও বাতিল করে দেওয়া হয়েছে কর্তৃপক্ষের তরফে ।