হাওড়া, 10 মার্চ : আমতার ছাত্রনেতা আনিশ খানের মৃত্যুতে দুই অভিযুক্ত পুলিশের জামিনের আবেদন খারিজ করল আদালত (Anish Khan Death Case) ৷ আনিশ মৃত্যু মামলায় গ্রেফতার করা হয়েছে আমতা থানার দুই পুলিশ কর্মীকে (arrested police officers) ৷ কাশীনাথ বেরা ও প্রীতম ভট্টাচার্য নামে ধৃত দু'জনকে আজ ফের উলুবেড়িয়া মহকুমা আদালতে তোলা হয় ৷
আদালতে ধৃত দুই পুলিশ কর্মী জামিনের আবেদন জানান ৷ যদিও তা তৎক্ষণাৎ খারিজ করে দেন বিচারক ৷ আনিশ খানের তরফের আইনজীবী আহমেদ মিদ্যা বলেন, "আজ ধৃত দু'জন জামিনের জন্য আবেদন জানান । যদিও বিচারক তাদের আবেদন খারিজ করে দেন । পাশাপাশি এই মামলায় কিছু গাড়ি ও বাইক পুলিশ নিজেদের হেফাজতে নিয়েছে । কয়েকটি পুলিশের পোশাকও হেফাজতে নেওয়া হয়েছে ৷"