হাওড়া, 14 মে: হাওড়া পৌরনিগমের 24 নম্বর ওয়ার্ডের হরিজন বস্তি এলাকায় কোরোনার গোষ্ঠী সংক্রমণের আশঙ্কা তৈরি হয়েছে । ওই এলাকার একটি ছোটো অঞ্চলে 38 জনের কোরোনা পজ়িটিভ রিপোর্ট এসেছে। আক্রান্তদের চিকিৎসা চলছে ফুলেশ্বরের সঞ্জীবন হাসপাতাল, গোলাবাড়ি এলাকার ILS হাসপাতাল এবং সত্যবালা ID হাসপাতলে । বেশ কয়েকজনকে ডুমুরজলা কোয়ারানটিন সেন্টারে পাঠানো হয়েছে । এদিকে ওই এলাকায় প্রায় 70জন বাসিন্দা হাওড়া পৌরনিগমের সাফাইকর্মী । তাঁদের মধ্যে অনেকেই কোয়ারানটিনে চলে যাওয়ায় প্রভাব পড়েছে সাফাই কাজে ।
কোরোনায় আক্রান্ত 38, গোষ্ঠী সংক্রমণের আশঙ্কা হাওড়ার হরিজন বস্তিতে
হাওড়া পৌরনিগম সূত্রে খবর, হাওড়ার নরসিংহ দত্ত রোডে হরিজন বস্তি এলাকায় প্রায় 1500 মানুষের বসবাস । ওই এলাকার বাসিন্দারা পৌরনিগম ছাড়াও রেল, বিভিন্ন শপিং মল এবং অফিসে সাফাইয়ের কাজ করেন । গত এপ্রিল মাসের শেষ সপ্তাহে কয়েকজন বাসিন্দাদের জ্বর এবং শ্বাসকষ্টের সমস্যা দেখা দেয় । ওই এলাকার 38জনের রিপোর্ট কোরোনা পজ়িটিভ ।
হাওড়া পৌরনিগম সূত্রে খবর, হাওড়ার নরসিংহ দত্ত রোডে হরিজন বস্তি এলাকায় প্রায় 1500 লোকের বসবাস । ওই এলাকার বাসিন্দারা পৌরনিগম ছাড়াও রেল, বিভিন্ন শপিং মল এবং অফিসে সাফাইকর্মী হিসেবে কাজ করেন । গত এপ্রিল মাসের শেষ সপ্তাহে কয়েকজন বাসিন্দার জ্বর এবং শ্বাসকষ্টের সমস্যা দেখা দেয় । পৌরনিগমের পক্ষ থেকে তাঁদের ডুমুরজলা কোয়ারানটিন সেন্টারে পাঠানো হয় । কয়েকদিন বাদে এলাকার আরও কয়েকজন বাসিন্দার মধ্যে একই লক্ষণ দেখা যায় । এরপরেই আতঙ্ক ছড়ায় । তড়িঘড়ি হাওড়া পৌরনিগম এবং জেলা স্বাস্থ্য বিভাগের পক্ষ থেকে বাসিন্দাদের লালারসের নমুনা পরীক্ষা করা হয় ।
এখনও পর্যন্ত 130 জনের নমুনার পরীক্ষা রিপোর্ট হাতে এসেছে । তার মধ্যে 38 জনের রিপোর্টে কোরোনা পজ়িটিভের উল্লেখ রয়েছে । এই ঘটনায় আতঙ্ক ছড়িয়েছে । আক্রান্তদের চিকিৎসা চলছে বিভিন্ন হাসপাতালে । 40জনেরও বেশিজনকে কোয়ারানটিনে রাখা হয়েছে । পুলিশের তরফে বস্তিতে ঢোকা এবং বেরোনোর রাস্তা সিল করে দেওয়া হয়েছে । জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিক জানিয়েছেন, আক্রান্তদের চিকিৎসার পাশাপাশি এলাকায় জীবাণুনাশক স্প্রে করার কাজ চলছে ।