পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

Handicapped Quota Ticket: 'প্রতিবন্ধী' কোটায় টিকিট কেটে সফর, জালিয়াতি চক্রের পর্দা ফাঁস দক্ষিণ-পূর্ব রেলের শাখায়

বিশেষ ভাবে সক্ষম (Handicapped Quota Ticket) না হয়েও প্রতিবন্ধী কোটায় টিকিট কেটে যাত্রা করে প্রবঞ্চনা করছেন যাত্রীরা । এমন সন্দেহ হওয়ায় অভিযান চালিয়ে জালিয়াতি চক্রের পর্দা ফাঁস করল দক্ষিণ-পূর্ব রেল (South-Eastern Railway)।

buying tickets under handicapped quota by showing fake certificates, South-Eastern Railway detains passengers
'প্রতিবন্ধী' কোটায় টিকিট কেটে সফর, জালিয়াতি চক্রের পর্দা ফাঁস দক্ষিণ-পূর্ব রেলের শাখায়

By

Published : Sep 11, 2022, 6:33 PM IST

হাওড়া, 11 সেপ্টেম্বর:বিশেষ ভাবে সক্ষম না হয়েও প্রতিবন্ধী কোটায় টিকিট (Handicapped Quota Ticket) করে সফর করছেন বহু মানুষ ৷ এমন প্রতারণায় কোটি কোটি টাকা ক্ষতির মুখে পড়ছে ভারতীয় রেল ৷ সেই কারণে গোটা দেশজুড়ে শুরু হয়েছে নজরদারি (South-Eastern Railway)৷

বিগত এক মাস ধরে প্রতিবন্ধী ছাড়ের উপর হওয়া সন্দেহজনক বুকিংগুলিতে দক্ষিণ-পূর্ব রেলের পরিদর্শকরা ও প্রতারণা বিরোধী দল বিশেষ নজরদারি চালাচ্ছিল । গতকাল মুখ্য ব্যবস্থাপক (বাণিজ্যিক) মনোজ কুমার এবং খড়্গপুর ডিভিশন ও আদ্রা ডিভিশনের টিকিট পরিদর্শক কর্মীদের একটি উচ্চ পর্যায়ের দলের নেতৃত্বে প্রতারণাবিরোধী অভিযান চালানো হয় । 22612 নিউ জলপাইগুড়ি-মাদ্রাজ এক্সপ্রেস থেকে 9 জন যাত্রী এবং 22641 ত্রিবান্দ্রম-শালিমার এক্সপ্রেস থেকে 2 জন যাত্রীকে আটক করে তারা । ধৃতদের জিজ্ঞাসাবাদ করে জানা যায়, তাঁরা কেউ বিশেষ ভাবে সক্ষম নন ৷ তবু তাঁরা প্রতিবন্ধী কোটায় টিকিট কেটে 75 শতাংশ ছাড় নিয়ে দূরপাল্লার ট্রেনে যাত্রা করছিলেন । তাঁরা প্রতিবন্ধীর জাল কাগজপত্র তৈরি করে অনলাইনের মাধ্যমে টিকিট কেটে যাত্রা করছিলেন ।

এই ধরনের জালিয়াতির ফলে রেলকে বিপুল পরিমাণে আর্থিক ক্ষতির মুখে পড়তে হচ্ছে, তাই বেশ কয়েক মাস ধরে দক্ষিণ-পূর্ব রেলের আধিকারিকরা এই বিষয়টির উপর বিশেষ নজর রাখছিলেন । এত বিপুল সংখ্যায় প্রতিবন্ধী কোটার মাধ্যমে যে টিকিট কাটা হচ্ছে, তাতে আদৌ বিশেষ ভাবে সক্ষম যাত্রীরাই যাত্রা করছেন কি না তা নিয়ে সন্দেহ ছিল । আর সেই বিষয়টাই সরেজমিনে দেখার জন্য শনিবার খড়্গপুর স্টেশনে এই অভিযান চালানো হয় ৷

জালিয়াতি চক্রের পর্দা ফাঁস দক্ষিণ-পূর্ব রেলের শাখায়

টিকিট ওয়েবসাইট থেকে জালিয়াতি করে রেলের প্রচুর ক্ষতি হয়েছে । জালিয়াতি করে জাল ছাড়পত্র ব্যবহার করে সারা ভারতে বিভিন্ন ট্রেনে কয়েকশো বার্থ বুক করা হয় । খড়্গপুর জিআরপিতে আটক যাত্রীদের বিরুদ্ধে নির্দিষ্ট অভিযোগ দায়ের করেন প্রতারণাবিরোধী দলের পরিদর্শক রোনাল্ড ব্র্যাগস, কুন্তল মণ্ডল, অর্চন রায় এবং খড়গপুর বিভাগের টিকিট পরিদর্শক এ পাত্র, কে প্রধান-সহ অন্যান্য আধিকারিকরা ।

আরও পড়ুন:বেশ কিছু ট্রেন বাতিল করল পূর্ব রেল, বদলাল যাত্রাপথও

দক্ষিণ-পূর্ব রেল সূত্র যেটা জানা যাচ্ছে, এই ঘটনার সঙ্গে যুক্ত থাকা যে জালিয়াত চক্র রয়েছে, তারাই যাত্রীদের জাল কাগজপত্র তৈরি করে দিতেন ও টিকিট কেটে দিতেন । ধৃত যাত্রীদের জিজ্ঞাসাবাদ করার মাধ্যমে সেই জালিয়াত চক্রের সন্ধান করতে চাইছে দক্ষিণ-পূর্ব রেল । ধৃত যাত্রীদের বিরুদ্ধে রেলের জালিয়াতি আইন অনুযায়ী নির্দিষ্ট ধারাতে মামলা রাজু করা হয়েছে বলে সূত্রের খবর ।

যদিও এ বিষয়ে দক্ষিণ-পূর্ব রেলের মুখ্য জনসংযোগ আধিকারিক এস আনন্দ ফোনে জানালেন, "রেলের তরফ থেকে বিভিন্ন সময়ে এই ধরনের চেকিং করা হয় । জানা যাচ্ছিল, যে বেশ কয়েক মাস ধরে প্রতিবন্ধী কোটা পুরোপুরি পূর্ণ হয়ে যাচ্ছে ৷ সে জন্যই এই বিশেষ অভিযান চালানো হয় । যাঁরা প্রকৃতই প্রতিবন্ধী রয়েছেন, তাঁরাই একমাত্র যাতে এই সুবিধে পান তার জন্য এই সুবিধা রেলের তরফ থেকে দেওয়া হয়েছে । যে মেডিক্যাল অথরিটি এই ধরনের কার্ড ইস্যু করে, তাদের এ কথা ভাবা উচিত ৷ কারণ রেলের কাছে টিকিট কাটার সময় তাদের শংসাপত্র দেখেই টিকিট দেওয়া হয় । তবে সেই শংসাপত্র আসল নাকি জাল, তা টিকিট কাটার সময় সঠিক পরীক্ষা করা অসম্ভব ।"

ABOUT THE AUTHOR

...view details