বালি, ১৭ মার্চ : বস্তার মধ্যে থেকে হাত বাঁধা অবস্থায় উদ্ধার যুবকের অগ্নিদগ্ধ দেহ। মৃতের পরিচয় এখনও জানা যায়নি। বালির নিশ্চিন্দার সাপুইপাড়ার ঘটনা।
সাপুইপাড়া এলাকার একটি আবাসনের পরিত্যক্ত জায়গায় একটি বস্তা পড়ে থাকতে দেখেন স্থানীয়রা। কাছে গিয়ে দেখা যায় হাত বাঁধা অবস্থায় একটি অগ্নিদগ্ধ মৃতদেহ পড়ে আছে। বস্তাটি থেকে ধোঁয়াও বেরোচ্ছিল বলে দাবি স্থানীয়দের। খবর দেওয়া হয় পুলিশে। ঘটনাস্থানে আসে হাওড়া পুলিশের নিশ্চিন্দা থানার আধিকারিকরা। তারা দেহটিকে উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠায়।
পুলিশের অনুমান, প্রথমে হাত বেঁধে পুড়িয়ে খুন করা হয়েছে ওই যুবককে। তারপর প্রমাণ লোপাট করতে বস্তায় ভরে ফেলে দেওয়া হয়েছে। যদিও স্থানীয়দের দাবি, মৃত সাপুইপাড়ার বাসিন্দা নন। তাঁকে অন্য কোথাও খুন করে এখানে ফেলে দিয়ে গেছে।
হাওড়া পুলিশের ACP নর্থ জ়োন প্রতীক্ষা ঝাকোড়িয়া বলেন, "মুখ পুরো পুড়ে গেছে। তাই পরিচয় জানা যায়নি। আমরা তদন্ত শুরু করে দিয়েছি। স্নিফার ডগ আনা হচ্ছে। তাছাড়া, আশপাশের থানাগুলিতেও জানিয়ে দিয়েছি। যদি কোনও নিখোঁজের অভিযোগ দায়ের হয়, তাহলে সেখান থেকে তথ্য পাওয়া যেতে পারে।"