হাওড়া, 29 অক্টোবর: গৃহবধূর অস্বাভাবিক মৃত্যুর (Unnatural Death) ঘটনা নিয়েও এবার আসরে বিজেপি (BJP) ৷ অভিযুক্তদের গ্রেফতারের দাবিতে দলের কর্মীরা আন্দোলন আগেই শুরু করেছিলেন ৷ এবার মৃতার মায়ের সঙ্গে দেখা করে পাশে থাকার বার্তা দিলেন গেরুয়া শিবিরের বিধায়ক ৷
শনিবার দুপুরে হাওড়ার (Howrah) ধূলাগড় শিবতলায় হাজির হন হুগলির পুড়শুড়ার বিধায়ক বিজেপির বিমান ঘোষ (BJP MLA Biman Ghosh) ৷ সেখানেই মৃতা মণীষা মালিকের বাপেরবাড়ি ৷ ওই বাড়িতেই যান বিমান৷ তিনি কথা বলেন মৃতার মা বীণা অধিকারীর সঙ্গে ৷ পরে তিনি এই ইস্যুতে পুলিশ ও রাজ্য সরকারের বিরুদ্ধে তোপ দাগেন ৷
তাঁর অভিযোগ, মণীষা মালিকের মৃত্যুর তদন্ত নিয়ে পুলিশ গাফিলতি করেছে ৷ পরিবারের থেকে অভিযোগ নিতে চাওয়া হয়নি ৷ উলটে মণীষার পরিবারকে হেনস্তা করা হয়েছে ৷ একই সঙ্গে তাঁর হুঁশিয়ারি, কোনও রাজনৈতিক নেতার চাপে যদি পুলিশ এই ঘটনা ধামাচাপা দিতে চায়, তাহলে বিজেপির থেকে খারাপ হবে না ৷ অন্যদিকে তিনি রাজ্যে নারী নির্যাতন বেড়ে চলেছে বলে অভিযোগ করেন ৷ তাঁর দাবি, মহিলা মুখ্যমন্ত্রীর রাজ্যে মহিলারাই সুরক্ষিত নন ।