উলুবেড়িয়া, 25 মার্চ: 'লোকসভা নির্বাচনে BJP কোনও ফ্যাক্টরই নয়। এখনও BJP প্রার্থীদের নাম ঘোষণা করতে পারেনি আর পারবেও না।" আজ গ্রামীণ হাওড়ার উদয়নারায়ণপুর এলাকায় প্রচারে গিয়ে BJP সম্পর্কে এই প্রতিক্রিয়া দিলেন উলুবেড়িয়ার তৃণমূল কংগ্রেস প্রার্থী সাজদা আহমেদ।
BJP কোনও ফ্যাক্টর নয়: সাজদা আহমেদ - development
শান্তি ও উন্নয়ন এই দুই ইশুকে সামনে রেখেই ভোটের ময়দানে নামতে চলেছেন উলুবেড়িয়ার তৃণমূল প্রার্থী সাজদা আহমেদ। এবারের নির্বাচনে তৃণমূলের মার্জিন আরও বাড়বে বলেই আশাবাদী তিনি।
উল্লেখ্য, গতকাল উলুবেড়িয়ায় দলের সাংগঠনিক কাজে এসেছিলেন BJP-র রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। তিনি দাবি করেছিলেন, প্রার্থীদের নাম ঘোষণা হোক বা না হোক দলগতভাবে তাঁরাই তৃণমূলের থেকে এগিয়ে। জয় তাঁদেরই হবে। ঠিক সময়মতো উলুবেড়িয়া লোকসভা কেন্দ্রে প্রার্থীর নাম ঘোষণা করা হবে।
শান্তি ও উন্নয়ন এই দুই ইশুকে সামনে রেখেই ভোটের ময়দানে নামতে চলেছেন সাজদা আহমেদ। এবারের নির্বাচনে তৃণমূলের মার্জিন আরও বাড়বে বলেই তিনি আশাবাদী। আজ নির্বাচন উপলক্ষ্যে উলুবেড়িয়া লোকসভা কেন্দ্রের উদয়নারায়ণপুর বিধানসভার বিধায়ক সমীর পাঁজার নেতৃত্বে এক মহিলা কর্মিসভার আয়োজন করা হয়। উপস্থিত ছিলেন উলুবেড়িয়া লোকসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেস প্রার্থী তথা বিদায়ি সাংসদ সাজদা আহমেদ। তিনি বলেন, "কর্মীরাই আমাদের শক্তি, কর্মীরাই আমাদের বল। আমাদের কর্মীদের বাড়ি বাড়ি যেতে হবে। যাঁরা ঘরে বসে রয়েছেন বা যাঁরা অভিমান করে রয়েছেন কিংবা সক্রিয় ভাবে রাজনীতিতে অংশগ্রহণ করছেন না তাঁদেরকে এই নির্বাচনী প্রক্রিয়াতে সক্রিয়ভাবে অংশগ্রহণ করার জন্য আহ্বান জানাতে হবে।"