পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

Panchayat Elections 2023: তৃণমূল মনোনয়ন প্রত্যাহারে চাপ দিচ্ছে, হাওড়ায় অভিযোগ বিজেপি প্রার্থীর - পঞ্চায়েত নির্বাচন

হাওড়ার এক বিজেপি প্রার্থীর অভিযোগ তাঁকে মনোনয়ন প্রত্যাহারের জন্য চাপ দিচ্ছে তৃণমূল কংগ্রেস ৷ এই নিয়ে তিনি প্রশাসনের কাছে অভিযোগ দায়ের করেছেন ৷

Panchayat Elections 2023
Panchayat Elections 2023

By

Published : Jun 16, 2023, 8:36 PM IST

তৃণমূল মনোনয়ন প্রত্যাহারে চাপ দিচ্ছে, হাওড়ায় অভিযোগ বিজেপি প্রার্থীর

হাওড়া, 16 জুন: বৃহস্পতিবার শেষ হয়েছে পঞ্চায়েত ভোটে প্রার্থী হিসাবে নিজের মনোনয়ন পেশ করার দিন । এরপরই মনোনয়ন প্রত্যাহারের জন্য চাপ দেওয়ার অভিযোগ উঠেছে তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে ৷ হাওড়ায় এক বিজেপি প্রার্থীর বাড়ি ভাঙচুর, ফোনে হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে ৷ যদিও এই ঘটনাতে কোনও প্রতিক্রিয়া দেয়নি শাসক দল ।

হাওড়ার জগদীশপুর অঞ্চলের 92 নম্বর বুথে বিজেপি প্রার্থী সুপর্ণা সরদারের সঙ্গে এই ঘটনা ঘটেছে বলে অভিযোগ ৷ তাঁকে বৃহস্পতিবার রাত সাড়ে 12টা নাগাদ মনোনয়ন প্রত্যাহার করার জন্য চাপ সৃষ্টি করার অভিযোগ উঠেছে শাসক দলের বিরুদ্ধে । অভিযোগ, ওই মহিলা প্রার্থীকে অশ্রাব্য ভাষায় গালিগালাজ করা হয় ৷ প্রাণে মেরে ফেলার হুমকি দেয় তৃণমূল কংগ্রেস আশ্রিত দুষ্কৃতী শুভাশিস নস্কর, বাপন মুখোপাধ্য়ায় ও অভিষেক জয়সওয়াল ৷

সুপর্ণার দাবি, তাঁকে ফোন করে রাত ওই তিন দুষ্কৃতী জানতে চান বিজেপির প্রার্থী হয়ে তিনি কি ঠিক কাজ করেছেন, নাকি ভুল করেছেন ! এরপরই তাঁকে অশ্রাব্যভাষাতে গালিগালাজ করা হয় ৷ নির্দেশের সুরে বলা হয় আগামী 20 জুনের মধ্যে তিনি যেন মনোনয়ন প্রত্যাহার করে নেন ৷ না হলে তাঁরা তাঁর সঙ্গে খুব খারাপ ব্যবস্থা করবে । ফোন কলটি রেকর্ড করলেও কেউ তাঁদের ছুঁতেও পারবে না বলেও হুঁশিয়ারি দেয় ওই তিনজন ৷

প্রশাসনের কাছে দায়ের হওয়া অভিযোগ

বৃহস্পতিবার রাতের পুরো ঘটনা জানিয়ে লিখিত অভিযোগ জানানো হয়েছে স্থানীয় বিডিও-র কাছে । যদিও পুলিশ ও প্রশাসন এই বিষয়ে কোনও পদক্ষেপ করবে না বলেই দাবি করেন বিজেপি প্রার্থীর । তিনি জানান, পুলিশ প্রশাসন তাঁদের জন্য নয় । তার বাড়ি বৃহস্পতিবার রাতে ভাঙচুর করা হয়েছে । তাঁদের ফোনে মেরে ফেলার হুমকি দেওয়া হয়েছে । এছাড়াও তাঁদের সন্তানদের প্রাণে মেরে ফেলা হবে বলেও হুমকি দেওয়া হয়েছে । এই অবস্থায় তাঁরা খুবই আতঙ্কে দিন কাটাচ্ছেন ৷

তবে এই ঘটনাতে তৃণমূল কংগ্রেসকে একহাত নিয়েছেন বিজেপির রাজ্য সম্পাদক উমেশ রাই ৷ তিনি জানান, পঞ্চায়েত নির্বাচন ঘোষণার পর থেকেই রাজ্য জুড়ে সন্ত্রাসের বাতাবরণ তৈরি করেছে শাসক দল । বিরোধী দলগুলোকে মনোনয়নপত্র জমা দিতে না দেওয়া থেকে শুরু করে বৃহস্পতিবার থেকে মনোনয়ন জমা দেওয়া বিরোধী দলের প্রার্থীদের ভয় দেখিয়ে মনোনয়ন প্রত্যাহার করানোর প্রক্রিয়া শুরু করেছে ।

আরও পড়ুন:মনোনয়ন পেশ শেষের আগেই জয়ের দাবি তৃণমূলের, বেলাগাম সন্ত্রাসের অভিযোগ বিরোধীদের

ABOUT THE AUTHOR

...view details