হাওড়া, 16 জুন: বৃহস্পতিবার শেষ হয়েছে পঞ্চায়েত ভোটে প্রার্থী হিসাবে নিজের মনোনয়ন পেশ করার দিন । এরপরই মনোনয়ন প্রত্যাহারের জন্য চাপ দেওয়ার অভিযোগ উঠেছে তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে ৷ হাওড়ায় এক বিজেপি প্রার্থীর বাড়ি ভাঙচুর, ফোনে হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে ৷ যদিও এই ঘটনাতে কোনও প্রতিক্রিয়া দেয়নি শাসক দল ।
হাওড়ার জগদীশপুর অঞ্চলের 92 নম্বর বুথে বিজেপি প্রার্থী সুপর্ণা সরদারের সঙ্গে এই ঘটনা ঘটেছে বলে অভিযোগ ৷ তাঁকে বৃহস্পতিবার রাত সাড়ে 12টা নাগাদ মনোনয়ন প্রত্যাহার করার জন্য চাপ সৃষ্টি করার অভিযোগ উঠেছে শাসক দলের বিরুদ্ধে । অভিযোগ, ওই মহিলা প্রার্থীকে অশ্রাব্য ভাষায় গালিগালাজ করা হয় ৷ প্রাণে মেরে ফেলার হুমকি দেয় তৃণমূল কংগ্রেস আশ্রিত দুষ্কৃতী শুভাশিস নস্কর, বাপন মুখোপাধ্য়ায় ও অভিষেক জয়সওয়াল ৷
সুপর্ণার দাবি, তাঁকে ফোন করে রাত ওই তিন দুষ্কৃতী জানতে চান বিজেপির প্রার্থী হয়ে তিনি কি ঠিক কাজ করেছেন, নাকি ভুল করেছেন ! এরপরই তাঁকে অশ্রাব্যভাষাতে গালিগালাজ করা হয় ৷ নির্দেশের সুরে বলা হয় আগামী 20 জুনের মধ্যে তিনি যেন মনোনয়ন প্রত্যাহার করে নেন ৷ না হলে তাঁরা তাঁর সঙ্গে খুব খারাপ ব্যবস্থা করবে । ফোন কলটি রেকর্ড করলেও কেউ তাঁদের ছুঁতেও পারবে না বলেও হুঁশিয়ারি দেয় ওই তিনজন ৷