উলুবেড়িয়া, 6 এপ্রিল : চড় খেলেন উলুবেড়িয়া দক্ষিণের বিজেপি প্রার্থী পাপিয়া অধিকারী ৷ আজ উলুবেড়িয়ার আহত বিজেপি কর্মীকে দেখতে হাসপাতালে গিয়েছিলেন তিনি ৷ পাপিয়া উপস্থিতিতে হাসপাতাল চত্বর তৃণমূল ও বিজেপি কর্মীদের বচসায় গরম হয়ে ওঠে ৷ ঝামেলার মাঝে তারকা বিজেপি প্রার্থীকে সপাটে চড় মারেন একজন ৷ অভিযোগ, অভিষুক্ত তৃণমূল কর্মী ৷
সিনেমা, সিরিয়াল বা যাত্রাপালায় এমন সিন উতরে দেওয়া তাঁর কাছে জলভাত ৷ কিন্তু বাস্তবে এমন পরিস্থিতির মুখোমুখি হবেন তা হয়ত ভাবতেও পারেননি বাংলা সিনেমার জনপ্রিয় মুখ পাপিয়া অধিকারী ৷ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে দেখে মনে হয়েছিল, এই মানুষটা দুর্নীতিতে জড়াতে পারেন না ৷ মোদির আদর্শে অনুপ্রাণিত হয়ে তাই গেরুয়া শিবিরে নাম লেখান ৷ পর্দার শিল্পীকে উলুবেড়িয়া দক্ষিণ কেন্দ্র থেকে প্রার্থী করেছে বিজেপি ৷ আজ তৃতীয় দফার ভোটের দিন আক্রান্ত হন সুশান্ত মণ্ডল নামে উলুবেড়িয়া দক্ষিণ বিধানসভা কেন্দ্রের নবগ্রাম পঞ্চায়েতের বিজেপি কর্মী ৷ তাঁকে তলোয়ারের কোপ মারার অভিযোগ উঠেছে তৃণমূলের বিরুদ্ধে ৷ গুরুতর জখম অবস্থায় উলুবেড়িয়া সরকারি হাসপাতালে ভর্তি তিনি ৷ দলের আহত কর্মীকে হাসপাতালে দেখতে গিয়ে রীতিমতো মার খেতে হল পাপিয়াকে ৷